বাবর আজমকে অধিনায়ক হিসাবে চাননা শহীদ আফ্রিদি
বাবর আজমকে অধিনায়ক হিসাবে চাননা শহীদ আফ্রিদি
বাবর আজমকে অধিনায়ক হিসাবে চাননা শহীদ আফ্রিদি
২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ টা ভালো যায়নি পাকিস্তান ক্রিকেট দলের। যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে সুপার এইটের আগেই বিদায় নেয় বাবর আজমের দল। এরপরেই তীব্র সমালোচনা শুরু হয় বাবর আজমের নেতৃত্ব নিয়ে। অনেকেই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে বাবর আজমকে আর দেখতে চাননা। সেই তালিকায় যুক্ত হয়েছে আরো একটি নাম, তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
শহীদ আফ্রিদি এখন আছেন বার্মিংহামে। সেখানে পাকিস্তানের হয়ে খেলছেন ওয়ার্ল্ড লিজেন্ড চ্যাম্পিয়নশিপে। সেখান থেকে গণমাধ্যমের সাথে বাবর আজমের অধিনায়কত্ব প্রসঙ্গে কথা বলেছেন আফ্রিদি। আফ্রিদির মতে নতুন অধিনায়ক বেছে নেয়ার সময় এসে গেছে।
তিনি বলেন, "বাবরের বিষয়ে যদি আমি বলতে যাই তাহলে বলব আমাদের আর কোনও অধিনায়ক বাবরের মতো এত সময়-সুযোগ পায়নি। আমার মতে সময় এসে গিয়েছে নতুন অধিনায়ক নিয়োগ করার এবং তাকে সঠিকভাবে সমর্থন করার।"
বাবর আজমের মত এত সুযোগ তারা কখনো পাননি জানিয়ে আফ্রিদি আরো বলেন, "আমি পাকিস্তান দলের হয়ে অধিনায়কত্ব করেছি। ইউনিস খান অধিনায়কত্ব করেছে। মিসবাহ উল হক অধিনায়কত্ব করেছে। আমাদের কেউ কিন্তু অধিনায়ক হিসেবে এত সময় এবং সুযোগ পাইনি। যেটা বাবর আজমকে দেওয়া হয়েছে। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেই পিসিবির উচিত ছিল বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া।"
বাবর আজমকে পাকিস্তানের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া উচিত বলে আফ্রিদি আরো বলেন, "বাবর আজমকে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে। দু-তিনটে বিশ্বকাপে ও জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছে। দু-তিনটে এশিয়া কাপেও অধিনায়ক ছিল। এখন তাকে সরানো উচিত। আমার মতে যে নতুন অধিনায়ক হবে তাকে যথেষ্ট সময় দিতে হবে।"
আফ্রিদির মতে নতুন অধিনায়াক যিনি হবেন তাকে পিসিবির পূর্ন সমর্থন দিতে হবে। "শুধু অধিনায়কের দায়িত্ব দিলেই হবে না, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পূর্ণ সমর্থনও দিতে হবে। আমার মতে যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন সেই সিদ্ধান্তকে ভুল বা ঠিক প্রমাণ করতে যেন সময় দেওয়া হয়। সেটা কোচ হোক অধিনায়ক হোক বা যে কেউ হোক সবার জন্য এটা প্রযোজ্য।"