সালমানের অলরাউন্ড পারফরম্যান্স, সাইম আইয়ুবের সেঞ্চুরিতে পাকিস্তানের জয়
- 1
আইপিএল থেকে বিপিএলের দায়িত্ব পাচ্ছে নিউ ইয়র্কের কোম্পানি আইএমজি
- 2
বিসিবি থেকে টনি হেমিং মাসিক প্রায় ১০ লক্ষ টাকাসহ পাচ্ছেন নানা সুবিধা
- 3
৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতল ওয়েস্ট ইন্ডিজ
- 4
সিরাজের খাবার ইংল্যান্ডের বোলারদের খাওয়াতে চান সাবেক ইংলিশ অধিনায়ক
- 5
বাবার মৃত্যুর দিনে বাবার জন্যই খেললেন বাটলার

সালমানের অলরাউন্ড পারফরম্যান্স, সাইম আইয়ুবের সেঞ্চুরিতে পাকিস্তানের জয়
সালমানের অলরাউন্ড পারফরম্যান্স, সাইম আইয়ুবের সেঞ্চুরিতে পাকিস্তানের জয়
সালমান আলি আগার অলরাউন্ডিং পারফরম্যান্স এবং সাইম আইয়ুবের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ২৩৯ রান করলে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান।
বোল্যান্ড পার্কে টসে জিতে আগে ব্যাটিয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার টনি ডি জর্জি এবং রায়ান রিকেলটন। ৭০ রানের জুটি ভেঙে ৩৩ রান করে আউট হন জর্জি। রিকেলটন করেন ৩৬ রান
অধিনায়ক মার্করাম ৭৩ রানের জুটি গড়েন হেনরিখ ক্লাসেনের সঙ্গে। ৩৬ রানের ইনিংস খেলে আউট হন মার্করাম। ৯৭ বলে ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে শাহীন শাহ আফ্রিদির বলে আউট হন ক্লাসেন। তার ইনিংসে ছিলো ৭ টি চার ও ২ টি ছক্কা। শেষ দিকে রাবাদার ১১ ও বার্টম্যানের ১০ রানে পাকিস্তানকে ২৪০ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের হয়ে ৪ টি উইকেট শিকার করেন সালমান আলি আগা। ২ টি উইকেট পান আবরার আহমেদ।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে এক প্রান্তে ব্যাটিংয়ে অনড় ছিলেন ওপেনার সাইম আইয়ুব। পঞ্চম উইকেটে সালমান আগার সাথে ১৩৩ বলে ১৪১ রানের জুটিতে বিপদ সামলে জয়ের পথে দলকে এগিয়ে নেন সাইম আইয়ুব।
রাবাদার বলে শামসির হাতে ক্যাচ দিয়ে শতক পূর্ন করে ১০৯ রানে বিদায় নেন আইয়ুব। তার ইনিংসে ছিলো ১০ টি চার ও ৩ টি ছয়। বাকি কাজটা শেষ করেন সালমান। শেষ ওভারে ২ রান লাগলে মার্কো ইয়ানসেনকে বাউন্ডারি মেরে পাকিস্তানকে ৩ উইকেটে জেতায় সালমান আগা। তিনি অপরাজিত থাকেন ৮২ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২ টি করে উইকেট পান কাগিসো রাবাদা ও বার্টম্যান। ৮২ রান ও ৪ টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সালমান আগা।