Image

ভিরাট কোহলির পর বিদায় বললেন রোহিত শর্মাও

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভিরাট কোহলির পর বিদায় বললেন রোহিত শর্মাও

ভিরাট কোহলির পর বিদায় বললেন রোহিত শর্মাও

ভিরাট কোহলির পর বিদায় বললেন রোহিত শর্মাও

একই দিনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন ভিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতকে ২য় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দেবার পরেই হাসিমুখে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে (আন্তর্জাতিক) বিদায় বলে দিলেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটার। 

দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারানোর নায়ক ভিরাট কোহলি পুরষ্কার নিতে গিয়ে জানান ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি তিনি খেলে ফেলেছেন। টুর্নামেন্ট জুড়ে দারুণ ব্যাটিং ও অধিনায়কত্ব করা রোহিত শর্মা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিদায় বলেন। 

সংবাদ সম্মেলনে ভারতকে ক্রিকেটার (২০০৭) ও অধিনায়ক (২০২৪) দুই হিসাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো রোহিত শর্মা বলেন, 

'এটা আমারও শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এই ফরম্যাটকে বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হয়না। আমি ক্যারিয়ারের সবটা সময় ভালোবেসেছি। আমি ভারতের হয়ে খেলা শুরু করেছিলাম এই ফরম্যাট দিয়ে। আমি এটাই চেয়েছিলাম, বিশ্বকাপ জিততে চেয়েছিলাম।' 

'আমি এটা যেকোন মূল্যে চেয়েছিলাম। শব্দ দিয়ে বর্ণনা করা কঠিন, এটা আমার জন্য খুবই ইমোশনাল মুহূর্ত। আমি এই বিশ্বকাপের জন্য খুবই ডেসপারেট ছিলাম। খুবই খুশি যে অবশেষে সেটা অর্জন করতে পেরেছি.'

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবেই বিদায় নিলেন রোহিত। ১৫৯ ম্যাচে রোহিত রান করেছেন ৪২৩১। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি তাঁর দখলে, জিতেছেন দুই বিশ্বকাপ শিরোপা। 

Details Bottom