পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন রিজওয়ান, বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট
-
1
রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু
-
2
বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
-
3
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ জানাল পাকিস্তান
-
4
আকুর কড়াকড়িতে বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহ ৮০ শতাংশ কমেছে- বিসিবি
-
5
ঢাকায় ফিরছে বিপিএল, টিকিট বিক্রি শুরু সোমবার
পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন রিজওয়ান, বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট
পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন রিজওয়ান, বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট
সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ২৪০ রানের জুটি ভেঙে চা বিরতিতে গেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। সেঞ্চুরি পেয়েছেন দুই ব্যাটার। দ্বিতীয় সেশন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৬৭ রান তুলেছে পাকিস্তান।
৪ উইকেটে ২৫৬ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে পাকিস্তান। কিছুক্ষণ বাদেই দুই ব্যাটার ই পেয়ে যান সেঞ্চুরি। সেঞ্চুরি করে সাবলীল গতিতে ব্যাট করতে থাকেন তারা। তবে চা বিরতির একটু আগে মেহেদী হাসান মিরাজের বলে উইকেটরক্ষক লিটন কুমার দাসের হাতে স্টাম্পিংয়ের শিকার হন সৌদ শাকিল। ফিরে যাওয়ার আগে তিনি করে যান ২৬১ বলে ১৪১ রান। তার ইনিংসে ছিলো ৯ টি চার।
এরপর আগা সালমান এবং রিজওয়ান চা বিরতির আগে পর্যন্ত ব্যাট করেন। চা বিরতির আগ পর্যন্ত ১৯৭ বলে ১৩৪ রান করে ব্যাট করছেন রিজওয়ান। ৭ রান করে অপরাজিত আছেন সালমান।
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশর একমাত্র উইকেট শিকারি বোলার মেহেদী হাসান মিরাজ। এর আগে প্রথম দিনে ২ টি করে উইকেট পেয়েছিলেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
