Image

কানাডার লিগে দল পেলেন রিশাদ, সাইফউদ্দিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কানাডার লিগে দল পেলেন রিশাদ, সাইফউদ্দিন

কানাডার লিগে দল পেলেন রিশাদ, সাইফউদ্দিন

কানাডার লিগে দল পেলেন রিশাদ, সাইফউদ্দিন

বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ডাক পেলেন বিদেশি লিগে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল মন্ট্রিয়ল টাইগার্স দলে ভিড়িয়েছে সাইফউদ্দিনকে। অন্যদিকে, টরন্টো ন্যাশনালস ফ্র‍্যাঞ্চাইজি ড্রাফট থেকে নিয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।

সাকিব, লিটনের পর এবার কানাডা লিগে ডাক পেলেন সাইফউদ্দিন-রিশাদ। এবারই প্রথম তারা খেলবেন কোনো বিদেশি লিগ। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় চমক রিশাদ হোসেন। তরুণ এই লেগ স্পিনার সর্বোচ্চ উইকেট শিকারের লিস্টে আছেন সেরা দশে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলা রিশাদ উইকেট দখলে নিয়েছেন মোট ৯ টি।

রিশাদ হোসেনের সঙ্গে টরন্টো ন্যাশনালস দলে আছেন পাক পেসার শাহীন শাহ আফ্রিদি, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুনরোর মতো তারকারা।

এদিকে, মন্ট্রিয়ল টাইগার্স দলে সাইফউদ্দিনের সতীর্থ কিউই ব্যাটার টম লাথাম, ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক। আসন্ন ৪র্থ সংস্করণে দলটির নেতৃত্ব দিতে দেখা যাবে তারকা ব্যাটার ক্রিস লিনকে।

মাঠের ক্রিকেটে সময়টা খুব একটা ভালো কাটছে না সাইফউদ্দিনের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে লম্বা সময় পর মাঠে ফিরেছিলেন। তবে বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি। সাইফউদ্দিনের জায়গায় সুযোগ পান আরেক পেসার তানজিম হাসান সাকিব। তিনি অবশ্য আছেন দারুণ ছন্দে। 

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নিলেও তাঁকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হয়নি। সর্বশেষ বিপিএলে সাইফউদ্দিনের শিকার ১৫ উইকেট।

Details Bottom