পিতৃত্বকালীন ছুটি, জস বাটলার নেই কার্ডিফ ম্যাচে
-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
4
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
-
5
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
পিতৃত্বকালীন ছুটি, জস বাটলার নেই কার্ডিফ ম্যাচে
পিতৃত্বকালীন ছুটি, জস বাটলার নেই কার্ডিফ ম্যাচে
আজ (২৮ মে) বাংলাদেশ সময় রাত ১১ টা ৩০ মিনিটে ইংল্যান্ড মুখোমুখি হবে পাকিস্তানের, ৩য় টি-টোয়েন্টিতে। সেই ম্যাচে অধিনায়ক জস বাটলারের সার্ভিস পাচ্ছে না স্বাগতিকরা। কার্ডিফে বাটলার থাকছেন না পিতৃত্বকালীন ছুটির কারণে।
শনিবার এজবাস্টনে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচের পর বাটলার লন্ডনে নিজের বাড়িতে গেছেন। তিনি ও তাঁর স্ত্রী লুইস তাঁদের তৃতীয় সন্তানের আগমনের অপেক্ষায় আছেন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে জস বাটলারের পিতৃত্বকালীন ছুটির কারণে ৩য় টি-টোয়েন্টি মিস করার কথা জানিয়েছে।
