Image

পিএসএলের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচে দেখা যাবে রিশাদকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 19 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএলের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচে দেখা যাবে রিশাদকে

পিএসএলের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচে দেখা যাবে রিশাদকে

পিএসএলের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচে দেখা যাবে রিশাদকে

পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। ছয় দলের পিএসএলের দশম আসরটি শুরু হবে ১১ এপ্রিল থেকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল ১৮ মে! 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের সূচি প্রকাশ করেছে পিসিবি। পিএসএলের দশম আসর হবে ১১ এপ্রিল থেকে ১৮ মের মধ্যে। এবারের পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস (করাচি কিংস), রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) ও নাহিদ রানা (পেশাওয়ার জালমি)।

এবারের টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেগুলো রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে খেলা হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিরুদ্ধে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সবচেয়ে বেশি ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে দুটি প্লে-অফ ম্যাচ ও ফাইনালও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাওয়ালপিন্ডিতে ১১টি ম্যাচ আয়োজিত হবে, যার মধ্যে উদ্বোধনী ম্যাচ ও প্রথম কোয়ালিফায়ার আছে। করাচি ও মুলতানে ৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three