পাকিস্তানে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ বাছাইপর্ব

পাকিস্তানে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ বাছাইপর্ব
পাকিস্তানে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ বাছাইপর্ব
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাত্র এক মাসের ব্যবধানে পাকিস্তানে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টটি নির্ধারণ করবে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫ অংশ নেওয়া শেষ দুটি দল কারা হবে। তাতে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট ক্রিকেট দল।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের নারী বিশ্বকাপ কোয়ালিফায়ার পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ছয় দলের এই প্রতিযোগিতা আগামী ৪ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।
কোয়ালিফায়ারে অংশগ্রহণকারী দলসমূহ হলো, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং পাকিস্তান।
এই ছয়টি দল বিশ্বকাপে খেলার জন্য দুটি স্থান নিশ্চিত করার লড়াইয়ে নামবে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারত সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
সম্ভাব্য ভেন্যু হিসেবে লাহোরকে চূড়ান্ত করা হয়েছে, তবে সম্পূর্ণ সূচি এবং স্টেডিয়ামগুলো এখনও চূড়ান্ত হয়নি। নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারের সময় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার কথা ১১ এপ্রিল থেকে। ফলে দুটি টুর্নামেন্টের সূচি নিয়ে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আলোচনা করছে যাতে সম্ভাব্য সময় সংঘর্ষ এড়ানো যায়।
বিশ্বকাপ আয়োজনের দায়িত্বভার পাওয়া পাকিস্তানের জন্য এটি একটি বড় অর্জন। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের কারণে, আইসিসির মধ্যস্থতায় দুই দলের মধ্যকার ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও ভারত তাদের ম্যাচ খেলছে দুবাইতে, একই ব্যবস্থা নারী বিশ্বকাপের জন্যও নেওয়া হতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর, এটি হবে পাকিস্তানের মাটিতে পরপর দ্বিতীয় আইসিসি টুর্নামেন্ট। এর আগে ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে স্বাগতিক ছিল। দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানে ফের বড় মাপের বৈশ্বিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশটির ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।