Image

৪-১ ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল পাকিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৪-১ ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল পাকিস্তান

৪-১ ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল পাকিস্তান

৪-১ ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল পাকিস্তান

আবারও ব্যাটিং ব্যর্থতায় ডুবল পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রীতিমতো লজ্জার রেকর্ড গড়ে হারল সালমান আগার দল। কিউইরা ৮ উইকেটে ম্যাচ জিতেছে রেকর্ড ৬০ বল হাতে রেখে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এদিন প্রথমবার ৫ উইকেট পেয়েছেন জিম নিশাম। ৩৮ বলে ৯৭ রান করে দলকে বড় জয় এনে দিলেন টিম সেইফার্ট। 

ওয়েলিংটনে আজ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ১০ ওভারেই পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড। মাত্র ৩৮ বলে ৯৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ওপেনার টিম সেইফার্ট। ৬ চার ও ১০ ছয় হাঁকিয়ে একা হাতেই ম্যাচ শেষ করে দেন সেইফার্ট। 

এছাড়া ১২ বলে ২৭ করে আউট হন আরেক ওপেনার ফিন অ্যালেন। প্রথম পাওয়ার প্লের ৬ ওভারেই নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে রান চলে আসে ৯২। এরপর ফিন অ্যালেন আর মার্ক চাপম্যান সুফিয়ান মুকিমের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেও ১০ ওভার হাতে রেখেই দলকে জিতিয়ে আসেন ৯৭ রানে থাকা সেইফার্ট। 

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে নিজের করে নিল স্বাগতিকরা। এদিন মাত্র ২২ রান খরচায় ফাই-ফার পূর্ণ করা জিমি নিশাম পান ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার। আর ২৪৯ রান করে সিরিজ সেরা হয়েছেন ওপেনার টিম সেইফার্ট। 

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে জিমি নিশামের বোলিং তোপের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। অধিনায়ক সালমান আগার ৫১ রান ছাড়া ওপেনার মোহাম্মদ হারিসের ১১, শাদাব খানের ব্যাট থেকে আসে ২৮ রান। বাকি সবাই ছিলেন এক অংকের রানেই। শেষ অবদি ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে ১২৮ রানে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three