Image

৭ পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৭ পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড

৭ পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড

৭ পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড

৭ পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল বলের সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার ১৫ জনের স্কোয়াড দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফিরেছেন সাজিদ খান ও আবরার আহমেদ। ক্যারিবিয়ানদের বিপক্ষেও থাকছেন না শাহীন শাহ আফ্রিদি। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন কাশিফ আলী।

কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় ২-০ তে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এবার সেই হতাশা ভুলতে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য মাঠে নামবে পাকিস্তান। টেস্ট সিরিজ শুরু হবে ১৭ জানুয়ারি মুলতানে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট সিরিজের দলে থাকা সাত ক্রিকেটার বাদ পড়েছেন এই সিরিজে।  দলে ফিরেছেন ওপেনিং ব্যাটার ইমাম উল হক। আরো ফিরেছেন মোহাম্মদ হুরাইরা। স্পিন বিভাগে সাজিদ খান ও আবরার আহমেদকে ফেরানো হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জায়গা পেয়েছেন মোহাম্মদ আলী ও। দলে নেয়া হয়েছে পাকিস্তান যুব দলের সাবেক অধিনায়ক রোহাইল নাজিরকে।

এদিকে ইনজুরির কারণে আগেই ছিটকে গেছিলোন সাইম আইয়ুম। বাদ পড়েছেন অফফর্মে থাকা আব্দুল্লাহ শফিক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছেন না চার পেসার আমির জামাল, মোহাম্মদ আব্বাস, মীর হামজা ও নাসিম শাহ।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড: 

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহঅধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ইমাম উল হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার/ব্যাটার), নোমান আলী, রোহাইল নাজির (উইকেটকিপার/ব্যাটার), সাজিদ খান ও সালমান আলী আগা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three