Image

সাংবাদিককে উকিল নোটিশ পাঠালেন এনামুল হক বিজয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাংবাদিককে উকিল নোটিশ পাঠালেন এনামুল হক বিজয়

সাংবাদিককে উকিল নোটিশ পাঠালেন এনামুল হক বিজয়

সাংবাদিককে উকিল নোটিশ পাঠালেন এনামুল হক বিজয়

সম্প্রতি এনামুল হক বিজয় সহ কয়েক জন ক্রিকেটারকে ফিক্সিং কান্ডে অভিযুক্ত করে প্রতিবেদন প্রকাশ করা হয় একটি টেলিভিশন চ্যানেলে। অভিযোগ প্রমানিত হওয়ার আগেই এমন প্রতিবেদনে মানহানী হওয়ার কারণে উক্ত প্রতিবেদনের রিপোর্টারকে উকিল নোটিশ পাঠিয়েছেন এনামুল হক বিজয়। তাঁর পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব। 

রবিবার দুর্বার রাজশাহীর এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে বিষয়টি আরো পরিস্কার করেছেন। ভিডিওর ক্যাপশনে বিজয় লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটি বিশেষ কারণে আমাকে কথা বলতে হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচার করা হচ্ছে। যা এতক্ষণে সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। এসব মনগড়া, ভিত্তিহীন সংবাদে আমিসহ আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। বিষয়টি যে মিথ্যা সেটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়েছে। বিসিবির বিবৃতির পর আমার আসলে স্পষ্ট করার কিছু নেই, তবুও আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সততার কারণে আমি নিজে থেকে কিছু কথা বলতে এসেছি...।’

উকিল নোটিশ পাঠানো প্রসঙ্গে বিজয় বলেছেন, "৩-৪ দিন ধরে যা দেখে আসছি এটা আসলে কোনো প্লেয়ারের জন্যই কাম্য নয়। যারা আসলে এই নিউজগুলো নিয়ে এর মধ্যে মাসালা মিক্স করে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন, মজা পেয়েছেন তাদের জন্য বলি আমি উকিল নোটিশ সবাইকেই দিচ্ছি। যারা বাহবা দিয়েছেন, উকিল নোটিশ সবাই পাবেন।"

বিজয় আরো বলেন, "একটা শেষ কথা বলি কোনো প্লেয়ারের উপর ব্যক্তিগত আক্রোশ দিয়ে এটাকে আপনারা প্রমোট করেছে যা একবারেই কাম্য ছিল না। যারা এসব নিউজ করেছেন তারা আসলে ক্রিকেটের ভালো চায় না, বাংলাদেশের ক্রিকেটের ভালো চায় না। যারা আমাদের বিশ্বাস করে, ভালোবাসার মানুষ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা সত্যটাকে প্রকাশ করেছে তাদেরকে ধন্যবাদ। গণমাধ্যমে যারা সত্য সংবাদ প্রকাশ করেছেন তাদেরকেও ধন্যবাদ। আমি উকিল নোটিশ পাঠাচ্ছি কাল পরশুর মধ্যে এটা পেয়ে যাবেন এবং আমি এটা পাবলিকলি প্রকাশ করব।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three