‘সন্তুষ্টি নয়, উন্নতিই লক্ষ্য’— বললেন সালাউদ্দিন
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 2 দিন আগেআপডেট: 11 মিনিট আগে- 1
আইএলটি-টোয়েন্টিতে শুরুর দিনই মাঠে নামবে মোস্তাফিজরা
- 2
কোচিংয়ে ঐতিহাসিক উদ্যোগ, অ্যাশলে রসের নেতৃত্বে বিসিবির নিজস্ব লেভেল থ্রি কোর্স
- 3
টি-টোয়েন্টি মেজাজে টেস্ট মাইন্ডসেট: বিসিবিতে বুলবুলের ‘সৌম্য’ উত্তরণ
- 4
শ্রীলঙ্কার বিপক্ষে উইলিয়ামস ও টেইলরকে নিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা
- 5
ফিটনেস থেকে পরিকল্পনা: সবখানেই বাংলাদেশের উন্নতির ছাপ, বলছেন ডাচ কোচ নিকার্ক

‘সন্তুষ্টি নয়, উন্নতিই লক্ষ্য’— বললেন সালাউদ্দিন
‘সন্তুষ্টি নয়, উন্নতিই লক্ষ্য’— বললেন সালাউদ্দিন
রোববার সিলেটে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির প্রশ্নে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। এই কঠিন বাস্তবতায় সন্তুষ্টির জায়গা নেই, প্রতিনিয়তই উন্নতির পথে এগোতে হয়।
তিনি বলেন, “আমাদের পেশায় সন্তুষ্টির কোনো সুযোগ নেই। প্রতিদিন কিছু না কিছু শেখার ও উন্নতির চেষ্টা করতে হয়। আন্তর্জাতিক ক্রিকেট খুবই প্রতিযোগিতাপূর্ণ, নিয়মিত চ্যালেঞ্জ আসে।”
খেলোয়াড়দের উন্নয়নে কোচদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও, সালাউদ্দিন মনে করেন খেলোয়াড়দের নিজ থেকেই বড় হতে হবে। তাঁর ভাষায়, “ড্রেসিংরুম কোচ দিয়ে ভরে ফেললেও লাভ নেই। দিন শেষে খেলোয়াড়দেরই নিজেদের উন্নত করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সালাউদ্দিন জানান, বর্তমানে অনেক খেলোয়াড়ই পেশাদারিত্বের সঙ্গে নিজেদের প্রস্তুত করছেন। মানসিকতা ও চিন্তাভাবনায় এসেছে ইতিবাচক পরিবর্তন। অনেকেই নিজের খরচে নিউট্রিশনিস্ট নিয়োগ দিয়েছেন এবং ফিটনেস নিয়ে সচেতনভাবে কাজ করছেন।
“অনেক খেলোয়াড় নিজ খরচে নিউট্রিশনিস্ট রেখেছে। ফিটনেসে সচেতনতা বেড়েছে। এসবই ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত,” বলেন তিনি।
ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী হলেও বাস্তববাদী অবস্থান নিয়েছেন, “যে পাঁচজনের কথা সবসময় বলা হয়, তারা অনেক কিছু দিয়েছে। কিন্তু তাদের চেয়ে ভালো কেউ না আসলে ক্রিকেটে অগ্রগতি সম্ভব নয়। আমাদের দায়িত্ব হলো ভবিষ্যতের প্রজন্মকে গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “সবাই চায় বাংলাদেশ ক্রিকেট ভালো করুক। ভালো করলে সবারই ভালো লাগবে। সম্মিলিত প্রচেষ্টায়ই আমাদের দল আরও শক্তিশালী হয়ে উঠবে।”