Image

নতুন এক নাম্বার অলরাউন্ডার লিভিংস্টোন, সাকিব নেমে গেলেন আরও এক ধাপ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নতুন এক নাম্বার অলরাউন্ডার লিভিংস্টোন, সাকিব নেমে গেলেন আরও এক ধাপ

নতুন এক নাম্বার অলরাউন্ডার লিভিংস্টোন, সাকিব নেমে গেলেন আরও এক ধাপ

নতুন এক নাম্বার অলরাউন্ডার লিভিংস্টোন, সাকিব নেমে গেলেন আরও এক ধাপ

নতুন নম্বর ওয়ান টি-টোয়েন্টি অলরাউন্ডারের নাম জানিয়েছে আইসিসি। প্রথমবারের মত টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে বসলেন ইংলিশ তারকা লিয়াম লিভিংস্টোন। ৭ ধাপ এগিয়ে এসে নাম্বার ওয়ান পজিশন দখলে নিলেন লিভিংস্টোন। সরিয়ে দিলেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এক ধাপ পিছিয়ে চারে নেমে গেলেন সাকিব আল হাসান। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে লিয়াম লিভিংস্টোন শক্তিশালী পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক নম্বর স্থানে উঠে এসেছেন। এটিই ব্যাটার লিভিংস্টোনের ক্যারিয়ার সেরা র‍্যাংকিং (রেটিং ২৫৩)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোমে দুই ম্যাচে লিয়াম লিভিংস্টোন ১৬৭ স্ট্রাইক রেটে ১২৪ রান করেন, সাথে পাঁচ উইকেট শিকার করেন।

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ের সেরা পাঁচে এসেছে আরও পরিবর্তন। লিভিংস্টোন শীর্ষস্থানে উঠায় জায়গা হারালেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। দ্বিতীয় স্থানে থাকা স্টয়নিস (২১১ রেটিং) থেকে ৪২ পয়েন্টের লিডে লিভিংস্টোন। ৩ এ জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২০৮ রেটিং)। এক ধাপ পিছিয়ে চার নম্বরে আছেন সাকিব আল হাসান (২০৬ রেটিং)। সাকিবের সমান রেটিং নিয়ে লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা পাঁচে। 

লিভিংস্টোন ব্যাটিং র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন। ১৭-ধাপ লাফিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছেন। দুই ম্যাচে ৯০ রান করে ট্রাভিস হেড তার শীর্ষস্থানকে আরও মজবুত করেছেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three