নাজমুল ইসলামের মন্তব্যে ক্রিকেটে অচলাবস্থা, কড়া প্রতিক্রিয়া আসিফ নজরুলের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 7 মিনিট আগে-
1
আমাদের আয় দর্শকের টিকিট নয়, স্পন্সর ও আইসিসি থেকে আসে- মিরাজের বাস্তবতার আভাস
-
2
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে বনানীতে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন
-
3
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে ইউনাইটেড কিংস ঢাকার জার্সি উন্মোচন
-
4
কোয়াবের অবস্থান পুনর্বিবেচনা, শর্তসাপেক্ষে মাঠে ফেরার ঘোষণা
-
5
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য, বিসিবির কারণ দর্শানোর নোটিশ নাজমুল ইসলামকে
নাজমুল ইসলামের মন্তব্যে ক্রিকেটে অচলাবস্থা, কড়া প্রতিক্রিয়া আসিফ নজরুলের
নাজমুল ইসলামের মন্তব্যে ক্রিকেটে অচলাবস্থা, কড়া প্রতিক্রিয়া আসিফ নজরুলের
বাংলাদেশ ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যেই বিসিবির এক পরিচালকের মন্তব্য ঘিরে যে সংকট তৈরি হয়েছে, তা শুধু মাঠেই সীমাবদ্ধ নেই ছড়িয়ে পড়েছে নীতিনির্ধারক পর্যায়েও। বিপিএল বয়কট, ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সব মিলিয়ে বিষয়টি এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমন প্রেক্ষাপটে বিসিবির অভ্যন্তরীণ বিষয়ে হলেও প্রকাশ্যে কড়া অবস্থান নিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্যকে সরাসরি ‘অপমানজনক’ ও ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দেন আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশের ঐক্য ও জাতীয় মর্যাদার গুরুত্ব তুলে ধরে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন,"এই মুহূর্তে আমাদের বিশ্বকে একটি বার্তা দেওয়া প্রয়োজন, আমরা একটি ঐক্যবদ্ধ জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার ও সমর্থক, জাতীয় মর্যাদার প্রশ্নে আমরা সবাই এক। এমন সময়ে দায়িত্বশীল অবস্থানে থাকা একজন মানুষের পক্ষ থেকে সব ক্রিকেটারকে অপমান করা অত্যন্ত দুঃখজনক এবং বোধগম্য নয়।"
তবে একই সঙ্গে তিনি জানান, বিষয়টিকে সরকারিভাবে নয়, বিসিবির অভ্যন্তরীণ ইস্যু হিসেবেই দেখা হচ্ছে। বোর্ডের ওপর আস্থার কথাও তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন,"বোর্ড অবশ্যই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।"
এ সময় ব্যক্তিগত উদাহরণ টেনে ক্রিকেটারদের প্রতি সম্মানবোধের প্রশ্নটি আরও জোরালোভাবে তুলে ধরেন আসিফ নজরুল। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রসঙ্গ এনে তিনি বলেন,"যখন একজন ক্রিকেটার মোস্তাফিজুর অপমানের শিকার হয়েছেন, তখন পুরো দেশ প্রতিবাদে ফেটে পড়েছিল। অথচ একই সময়ে বিসিবির একজন পরিচালক সব বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। একজন ক্রিকেটপ্রেমী হিসেবে আমি এটিকে চরম দায়িত্বজ্ঞানহীনতা মনে করি।"
