আবারও বাংলাদেশ ক্রিকেটকে ছোট করলেন মহসিন শেখ

আবারও বাংলাদেশ ক্রিকেটকে ছোট করলেন মহসিন শেখ
আবারও বাংলাদেশ ক্রিকেটকে ছোট করলেন মহসিন শেখ
বাংলাদেশ জাতীয় দলের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ আবারও সমালোচনায় মাতলেন বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার সমালোচনা করেন, অবাক হয়েছেন বোর্ডের কেউ জবাবদিহি করতে রাজি নন দেখে। তার মতে, ভক্তদের আই-ওয়াশ করার জন্যে এখন আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলবে টাইগাররা।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ব্যর্থতার দিক দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রয়েছে বেশ মিল। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান, অন্যদিকে সেমিফাইনাল পর্যন্ত খেলে বাংলাদেশ। কিন্তু এবার এই দুই দল বাদ পড়ল গ্রুপ পর্ব থেকেই।
মহসিন শেখ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে বাংলাদেশ ও পাকিস্তানের সমালোচনা করে লিখেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সমাপ্ত। খেলোয়াড়দের শাস্তির মুখোমুখি হতে হবে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারীদের কেউই জবাবদিহি করতে রাজি নন দেখে অবাক লাগছে। বাংলাদেশ ক্রিকেট, পিসিবি একই মনোভাব নিয়ে একই ফলাফল করেছে। এখন আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের সাথে খেলবে ভক্তদের আই ওয়াশ করার জন্যে।'
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন মহসিন শেখ বলছিলেন, দ্রুতই জিম্বাবুয়ে হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। উল্লেখ্য, মহসিন শেখ বাংলাদেশের এনালিস্ট হিসাবে কাজ করেছেন গেল বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগ পর্যন্ত। পরবর্তীতে তার চুক্তির মেয়াদ আর বাড়ায়নি বিসিবি।
হাথুরুসিংহে বরখাস্তের দিন কয়েক পর অ্যানালিস্ট মহসিন শেখকেও বিদায় করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশে আসার আগে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন তিনি। কিছুদিন আগে শেষ হওয়া বিপিএলেও কাজ করেছেন খুলনা টাইগার্সের হয়ে।