আগের চেয়ে খেলোয়াড়দের এবার বেশি অনুপ্রাণিত দেখছেন কোচ সালাউদ্দিন
আগের চেয়ে খেলোয়াড়দের এবার বেশি অনুপ্রাণিত দেখছেন কোচ সালাউদ্দিন
আগের চেয়ে খেলোয়াড়দের এবার বেশি অনুপ্রাণিত দেখছেন কোচ সালাউদ্দিন
বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নিয়ে ওয়েস্ট সফরে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির ভিডিও বার্তায় বললেন, ১৪ বছর আগে তার দেখা দল থেকে এখন অনেকটাই এগিয়ে বাংলাদেশ। ১৪ বছর পর ফের জাতীয় দলের হয়ে ক্যারিবীয় অঞ্চলে গিয়ে বড় স্বপ্ন দেখছেন কোচ সালাউদ্দিন।
কোচ মোহাম্মদ সালাউদ্দিন নতুনভাবে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করলেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। প্রধান কোচ ফিল সিমন্সের সিনিয়র সহকারী হিসেবে। এর আগে ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেন।
নতুন করে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে প্রথম অ্যাসাইনমেন্টে যাওয়া সালাউদ্দিন জানালেন তার প্রতিক্রিয়া, 'এবার যে স্কোয়াড আছে, মোটামুটি একটা অনভিজ্ঞ দল। তবে সবচেয়ে যেটা ভালো লাগছে যে, ছেলেরা খুব উজ্জীবিত ভালো খেলার জন্য। সবাই সাদা জার্সিটা পরতে চায়। সবার ওয়ার্ক এথিকস দেখে আমার ভালো লাগলো। ১৪ বছর পর আমি আবার এলাম ওয়েস্ট ইন্ডিজে, যেখান থেকে আমি শুরু করেছিলাম কোচিং। তাদের ওয়ার্ক এথিকস দেখে ভালো লাগছে। এই জায়গায় আমার মনে হয় আগের চেয়ে এগিয়ে আছে।'
টেস্ট ফরম্যাটে ভালো করার বড় স্বপ্ন দেখছেন কোচ সালাউদ্দিন, 'এই ছেলেদের স্বপ্নও বড়। তারা ব্যারিয়ারটা ভেঙে আরও উপরে উঠতে চায়। আশা করি তারা খুব ভালো করবে। টেস্ট জাতি হিসেবে ভালো করব।'
২২ নভেম্বর অ্যান্টিগায় বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু হবে। কিংস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজে চ্যাম্পিয়নশিপ একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিজেদের প্রস্তুতি নিয়ে সালাউদ্দিন বললেন,
'আমাদের দীর্ঘ এক ভ্রমণ ছিলো। এখানে এসে আমরা দলের অনুশীলনে হালকা গেমস খেলেছি। পরদিন স্কিল অনুশীলন ছিলো। সুযোগ-সুবিধা এখানে খুব ভালো। দলগতভাবে আমরা ভালোভাবে প্রস্তুত হচ্ছি।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
শাহাদাত হোসেন দিপু, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটকিপার), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।