বেন স্টোকসকে তিনে দেখতে চান ভন
বেন স্টোকসকে তিনে দেখতে চান ভন
বেন স্টোকসকে তিনে দেখতে চান ভন
ওলি পোপের জায়গায় বেন স্টোকসকে ৩ নাম্বার পজিশনে ব্যাট করতে দেখতে চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। পাকিস্তানের বিপক্ষে ১-২ ব্যবধানে সিরিজ হারের পর এমনটাই জানিয়েছেন ভন।
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে মাত্র ১১ গড়ে ৫৫ রান করেছেন ওয়ান ডাউনে ব্যাট করা ওলি পোপ। ভনের মতে পোপের সংযমের অভাব রয়েছে তাই তার জায়গায় ইংল্যান্ডের উচিৎ বেন স্টোকসকে চেষ্টা করে দেখা। ইংলিশদের পরবর্তী অ্যাসাইনমেন্ট ২৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ।
মাইকেল ভন বলেন, "পোপ একজন ভাল খেলোয়াড় কিন্তু তার তার মধ্যে সেরা বোলারদের বিরুদ্ধে উন্নতি করার মানসিকতা বা কৌশল নেই।"
এ ব্যাপারে ভন আরো বলেন, "শীর্ষ স্তরে স্পিন খেলা কঠিন। আমি এর আগেও বলেছি যে আমি মনে করি পোপের একটি ভঙ্গুর মানসিকতা রয়েছে। কিন্তু যখন আপনার মানসিকতা ভঙ্গুর হয়, তখন ফিরে আসার জন্য আপনার কৌশল প্রয়োজন।"
পাকিস্তানে চার ইনিংসে ৩৭ রান করা স্টোকসকে কেন টেস্টে তিন নম্বরে ব্যাট করা ভনের পছন্দ? সে সম্পর্কে কথা বলতে গিয়ে ভন বলেছেন, "এই পরামর্শ দেওয়ার জন্য এটি একটি অদ্ভুত সময় বলে মনে হতে পারে, কারণ স্টোকসের ও একটি খারাপ সফর গিয়েছে। কিন্তু সীমের বিরুদ্ধে স্টোকস ভালো খেলে এবং স্পষ্টতই তিনি এমন একজন খেলোয়াড় যে চাপ কমাতে পারে।"
অস্ট্রেলিয়া এবং ভারত আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজকে সামনে রেখে ভনের মন্তব্য, "পরের বছর ইংল্যান্ড ঘরের মাঠে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। সেটা সেরা বোলারদের বিরুদ্ধে ১০ টি টেস্ট। আমি মনে করি পোপ এখানে সফল হতে পারে কিনা সে সম্পর্কে আলোচনা করা দরকার।"