বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদযাপন, প্রকাশিত হলো মেমোরেবল ম্যাচ টিকেটস
-
1
জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি
-
2
প্লেট ফাইনালে হার বাংলাদেশের, টুর্নামেন্টে অবস্থান ৬ষ্ঠ
-
3
আবরার ও আয়ুবের জাদুতে প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার সিরিজ জিতল পাকিস্তান
-
4
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হংকং সিক্সেসের ফাইনালে বাংলাদেশ
-
5
সিলেটে শুরু টেস্ট উৎসব, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক ,টিকিটের দাম জানুন
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদযাপন, প্রকাশিত হলো মেমোরেবল ম্যাচ টিকেটস
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদযাপন, প্রকাশিত হলো মেমোরেবল ম্যাচ টিকেটস
বাংলাদেশ ক্রিকেট মিউজিয়াম প্রকাশ করেছে বিশেষ স্মারকগ্রন্থ “মেমোরেবল ম্যাচ টিকেটস, যা বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছরের যাত্রাকে উদযাপন করে। ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকার–এর ব্যক্তিগত সংগ্রহ থেকে বাছাই করা ৫০টি ঐতিহাসিক ম্যাচ টিকিট নিয়ে সাজানো এই গ্রন্থে ফুটে উঠেছে আড়াই দশকের আবেগ, স্মৃতি ও গৌরব ।
এই প্রকাশনাটি ক্রিকেটপ্রেমীদের জন্য একটি দুর্লভ কালেক্টিবল হিসেবেও বিবেচিত, যেখানে সংরক্ষিত আছে এমন সব মুহূর্ত, যা আজ আর সহজে কোথাও পাওয়া যায় না ।
বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের দিন - ১০ নভেম্বর ২০০০ -এর ঠিক ২৫ বছর পর প্রকাশিত এই বইটিতে দেশের ক্রিকেট ইতিহাসের নানা মাইলফলক ও স্মরণীয় ম্যাচের নস্টালজিক ভ্রমণ তুলে ধরা হয়েছে । বইটি বাংলাদেশ ক্রিকেট মিউজিয়াম এবং গ্রিপার মার্ক যৌথভাবে প্রকাশ করেছে ।
“এই টিকেট গুলো শুধু স্মারক নয়; এগুলো আমাদের ক্রিকেটের পথচলা ও অগ্রগতির প্রতীক,” বলেন জুনায়েদ পাইকার । “এই বই আমার পক্ষ থেকে সেই সব স্মৃতি ও আবেগকে সম্মান জানানো, যা মিলিয়ে তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেট পরিচয় ।”
নিজের শুভেচ্ছা বার্তায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন: “আমি ‘মেমোরেবল ম্যাচ টিকেটস’প্রকাশের এই অসাধারণ উদ্যোগের জন্য জুনায়েদ পাইকার এবং বাংলাদেশ ক্রিকেট মিউজিয়ামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই । আমাদের টেস্ট ক্রিকেটের উত্তরাধিকারকে এই বিরল টিকেট স্মারকগুলোর মাধ্যমে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে । প্রতিটি টিকেটই একটি গল্প - মুহূর্ত, মাইলফলক ও আবেগের গল্প, যা আমাদের ক্রিকেট পরিচয়কে গড়ে তুলেছে ।”
“মেমোরেবল ম্যাচ টিকেটস”বইটি ১০ নভেম্বর ২০২৫ থেকে শুধুমাত্র www.cricketmuseum.com.bd (যোগাযোগ : ০১৭৮৪৮৮৮৫৫৫) -এ পাওয়া যাবে ।
