Image

সেন্ট ভিনসেন্টের উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না বলছেন লিটন দাস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সেন্ট ভিনসেন্টের উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না বলছেন লিটন দাস

সেন্ট ভিনসেন্টের উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না বলছেন লিটন দাস

সেন্ট ভিনসেন্টের উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না বলছেন লিটন দাস

বিজয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারের নাটকীয়তায় জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। তবে ব্যাটিংয়ে নেম শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। 

১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজও স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পারেনি। সেন্ট ভিনসেন্টের উইকেট সেভাবে ব্যাটিংকে সাহায্য করেনি। 

উইকেট প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস ম্যাচের পরে বলে, "আমরা আগেও এখানে খেলেছি। যখন আমি উইকেট দেখেছিলাম, আমি যেভাবে ভেবেছিলাম, সেটা (পিচ) তেমন আচরণ করেনি। আমরা যখন ব্যাটিং করছিলাম তখন বুঝতে পারছিলাম এটা খুব একটা ভালো উইকেট নয়।"

টসের সময় লিটন জানিয়েছিলেন ১৮০ রান তোলার চেষ্টা করবে বাংলাদেশ,  "ভাল উইকেট বলে মনে হচ্ছে। আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৮০ রান তোলার চেষ্টা করব।"

তবে নির্ধারিত ওভার শেষে ১৪৭ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। তখন এই স্কোর দিয়েই লড়াই করতে পারবেন ভেবেছিলেন লিটন। "আমরা ভাবছিলাম ১৫০-৬০ একটি ভাল টোটাল হবে। আমরা জানতাম আমাদের স্কোর দিয়ে আমরা লড়াই করতে পারবো। আমি চাই আমাদের দল আক্রমণাত্মক ক্রিকেট খেলুক। তারা তাদের মান দেখাচ্ছে এবং এই মুহূর্তে সত্যিই ভাল ক্রিকেট খেলছে। এত লম্বা সফর হয়েছে।  প্রথম টি-টোয়েন্টি জিতে ভালো শুরু হয়েছে। অন্য ম্যাচে ভালো খেললে সিরিজ জিততে পারব।"

Details Bottom