Image

ঢাকার পরাজয়ে দুর্বার রাজশাহীর বিদায়, প্লে-অফে খুলনা টাইগার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ঢাকার পরাজয়ে দুর্বার রাজশাহীর বিদায়, প্লে-অফে খুলনা টাইগার্স

ঢাকার পরাজয়ে দুর্বার রাজশাহীর বিদায়, প্লে-অফে খুলনা টাইগার্স

ঢাকার পরাজয়ে দুর্বার রাজশাহীর বিদায়, প্লে-অফে খুলনা টাইগার্স

২০২৫ বিপিএলের প্লে–অফের জন্য জায়গা খালি ছিল কেবল একটি। সেটির জন্য লড়াই খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহীর। নিজেদের ম্যাচ বাকি না থাকলেও আগেই ছিটকে যাওয়া ঢাকা ক্যাপিটালসের জন্য জয় কামনা করে রাজশাহী। তবে জয় তো দূরে, খুলনার বিপক্ষে ঠিকমতো লড়াইটাও করতে পারেনি ঢাকার দলটি। ১২০ বলে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করা ঢাকা ম্যাচ হারল ৬ উইকেটে।

দুর্বার রাজশাহী অপেক্ষায় ছিল আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে খুলনার পরাজয় দেখার। কিন্তু ঘটনা হলো উল্টো; ঢাকা ক্যাপিটালসের হারে দুর্বার রাজশাহীর বিদায় নিশ্চিত হলো বিপিএল থেকে। মিরাজের খুলনা লিগ পর্বের শেষ ম্যাচটা জিতে এগিয়ে থাকা রান রেটের সুবাদে প্লে-অফ নিশ্চিত করল। ৫৫ বলে ৭৪ রানের হার-না-মানা ইনিংস খেলে খুলনার জয়ের নায়ক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

ঢাকা ক্যাপিটালসকে ১২৩ রানে আটকে দিয়েই প্লে-অফের সুবাস পেতে শুরু করে খুলনা টাইগার্স। তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাইম শেখ আজ হয়েছেন ডাক। তিনে নামা আফিফ হোসেনেরও একই অবস্থা। পরপর দুই ওভারে এক মুস্তাফিজুর রহমানের শিকার হন নাইম-আফিফ। ১৪ রানে নেই খুলনার দুই উইকেট। বিপর্যয়ে পড়ার আগেই দলকে স্বস্তিতে ফেরান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে মিরাজ তৃতীয় উইকেটে গড়েন ৬৮ রানের পার্টনারশিপ। এই জুটিতেই জয়ের পথে এগিয়ে যায় খুলনা। ৩৩ বলে পঞ্চাশ ছুঁয়ে মিরাজ ম্যাচ ছিনিয়ে নেওয়ার কাজটা করেন বেশ ভালোভাবে। অ্যালেক্স রস অবশ্য ১৯ বলে ২২ রান নিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। 

এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের ব্যাটে ঢাকা ক্যাপিটালস পায় উড়ন্ত সূচনা। ৭ ছক্কায় তামিমের ব্যাট থেকে ২৮ বলে ফিফটি এলেও এরপর ধ্বস নামে ঢাকার ব্যাটিং অর্ডারে। লিটন দাসের ব্যাট থেকে আসে ১০ বলে ১০। তিনে নামা হাবিবুর রহমান সোহান রানও করেন ৩। সাব্বির রহমান ২ চার ও ১ ছক্কায় করতে পারেন ২০। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে থামে ঢাকার ইনিংস। 

ঢাকার আফগান অলরাউন্ডার ফারমানুল্লাহ শাফি ব্যাট হাতে ২০ বলে করেন কেবল ৭ রান। বলে এসে প্রথম ওভারেই বড় ওয়াইড আর নো-বলসহ ১৯ রান। পরের দুই ওভারে অবশ্য ঘুরে দাঁড়ান শাফি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three