জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
-
1
রেজিস্ট্রেশন করলেও আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই সাকিব
-
2
বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি
-
3
জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
-
4
যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রিকেট লিগের বার্ষিক অ্যাওয়ার্ডস বাংলাদেশি কমিউনিটির ক্লাবগুলোর দারুণ সাফল্য
-
5
সিলেটের ব্যর্থতায় রংপুরের সাফল্য, চ্যাম্পিয়নশিপে আলোড়ন
জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
দ্য গ্যাবার মাঠে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে জো রুটের দুর্দান্ত অপরাজিত ১৩৫ রানের ইনিংস শুধু ইংল্যান্ডের জয়ী করতে না পারলও অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ম্যাথিউ হেইডেনকে একটি অদ্ভুত ‘বাজি’ থেকে মুক্তি দিয়েছে। সিরিজ শুরুর আগে রুট যদি অস্ট্রেলিয়ায় একটি সেঞ্চুরি করতে ব্যর্থ হতেন, তবে এমসিজিতে নগ্ন হয়ে দৌড়াবেন বলে হেইডেন রসিকতার ছলে ঘোষণা করেছিলেন।
রুটের শতক সেই প্রতিশ্রুতিকে শেষ করে হেইডেন ও তার পরিবারকে স্বস্তি দিয়েছে। হেইডেনের মেয়ে এবং ক্রিকেট প্রেজেন্টার গ্রেস হেইডেন রুটের সেঞ্চুরির পর সোশ্যাল মিডিয়ায় হাস্যরসে মাতেন। তিনি লিখেছেন,
“রুট, ধন্যবাদ। তুমি আমাদের সবার চোখ বাঁচালে।”
পরের ভিডিও বার্তায় তিনি আরও বলেন,
“অ্যাশেজে জীবনে প্রথমবার আমি কোনো ইংরেজ ক্রিকেটারের জন্য চিয়ার করেছি। আর বাবা যদি কখনো এমন বাজি ধরে, আমি তাকে ডিসওন করব!”
ম্যাথিউ হেইডেনও রুটকে অভিনন্দন জানিয়ে বলেন,
“এই বাজিতে আমার মতো এত ‘স্কিন ইন দ্য গেম’ আর কারো ছিল না… সত্যিই।”
রুটের এই পারফরম্যান্স কেবল মাঠের গেমের ফল নয়, এটি ক্রিকেটপ্রেমীদের মধ্যে হাস্যরস ও উত্তেজনার মিশ্রণও তৈরি করেছে।
