Image

রেকর্ডগড়া ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল আয়ারল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রেকর্ডগড়া ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল আয়ারল্যান্ড

রেকর্ডগড়া ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল আয়ারল্যান্ড

রেকর্ডগড়া ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল আয়ারল্যান্ড

ডাবলিনে পাকিস্তানকে হারিয়ে দিল আয়ারল্যান্ড। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে পল স্টারলিংয়ের দল। 

আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান স্কোরবোর্ডে জমা করে পাকিস্তান। জবাবে ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে জয় তুলে নেয় আইরিশরা। দুই দল মিলে ৩৬৫, পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। 

টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান। । সাইম আইয়ুবের সঙ্গে ওপেন করতে নেমে ৪ বলে কেবল ১ রান করতে পারেন মোহাম্মদ রিজওয়ান। রান আউটে কাটা পড়েন এই অভিজ্ঞ ব্যাটার। তিনে এনেমে অধিনায়ক বাবর আজম সাইম আইয়ুবের সঙ্গে গড়েন ৮৫ রানের জুটি। 

২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৫ রান করে সাইম আইয়ুব ফিরলে ভাঙে জুটি। ফিফটি পুর্ণ করে আউট হন বাবর আজমও। ৪৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৭ রান করেন তিনি। 

গখর জামান ১৮ বলে ২০ রান করলেও রানের খাতাই খুলতে পারেননি আজম খান ও শাদাব খান। শেষদিকে ইফতিখার আহমেদ ১৫ বলে ৩ টি করে চার ও ছক্কায় অপরাজিত ৩৭ ও শাহীন শাহ আফ্রিদি ৮ বলে ২ ছক্কায় অপরাজিত ১৪ করলে ১৮২ রান অব্দি যেতে পারে পাকিস্তান। 

আয়ারল্যান্ডের পক্ষে ২ উইকেট নেন ক্রেইগ ইয়াং। ১ টি করে শিকার মার্ক অ্যাডায়ার ও গ্যারেথ ডেলানির। 

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। ২৭ রান তুলতেই ২ উইকেট হারায় তাঁরা। অধিনায়ক পল স্টারলিং ৫ বলে ৮ ও লরকান টাকার ৭ বলে ৪ রান করে আউট হন। 

সেখান থেকে ৭৭ রানের জুটি গড়েন অ্যান্ডি বালবার্নি ও হ্যারি টেক্টর। ২৭ বলে ৩৬ রান করে টেক্টর ফিরলেও ৫৫ বলে ১০ চার ও ২ ছক্কায় ৭৭ রান করেন অ্যান্ডি বালবার্নি। 

জর্জ ডকরেল ১২ বলে ২৪, গ্যারেথ ডেলানি ৬ বলে ১০* ও কুর্টিস ক্যাম্ফার ৭ বলে ১৫* করলে ১ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় আয়ারল্যান্ড। 

পাকিস্তানের পক্ষে ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি। ১ টি করে শিকার শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও ইমাদ ওয়াসিমের। ম্যাচসেরা হন অ্যান্ডি বালবার্নি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three