আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তিতে ৪৮ ক্রিকেটার

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তিতে ৪৮ ক্রিকেটার
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তিতে ৪৮ ক্রিকেটার
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড ২০২৫-২৬ মৌসুমের জন্য ৪৮ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে। এদের মধ্যে পুরুষ ও নারী দলের পূর্ণকালীন, আংশিক, শিক্ষামূলক ও ক্যাজুয়াল বিভিন্ন ধরনের চুক্তি রয়েছে।
২০০৯ সালে পুরুষদের জন্য পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তির সূচনা হয়। এরপর ২০১৯ সালে নারীদের জন্য প্রথমবারের মতো পার্ট-টাইম চুক্তি চালু হয় এবং ২০২২ সালে পূর্ণকালীন পেশাদার নারীদের চুক্তির মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হয়।
পুরুষ ক্রিকেটার মোট ২৪ জন। পূর্ণকালীন ১৭ জন, আংশিককালীন ৭ জন। নারী ক্রিকেটার মোট ২৪ জন। পূর্ণকালীন ১১ জন, শিক্ষামূলক চুক্তি ৯ জন, ক্যাজুয়াল চুক্তি ৫ জন।
পুরুষদের পূর্ণকালীন চুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য নাম:
জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু বালবিরনি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, ক্রেইগ ইয়ং।
নারীদের পূর্ণকালীন চুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য নাম:
গ্যাবি লুইস, লরা ডিলেনি, অরলা প্রেন্ডারগাস্ট, জেন ম্যাগুয়ের, ফ্রেয়া সারজেন্ট
ক্রিকেট আয়ারল্যান্ড কিছু শিক্ষার্থী ক্রিকেটারদের জন্য ‘Educational Contracts’ চালু করেছে, যা তাদের পড়াশোনার পাশাপাশি ক্রিকেটে মনোনিবেশ করতে সহায়তা করে। ছুটির সময় তারা পূর্ণকালীন খেলোয়াড় হিসেবে অংশ নিতে পারে।
উচ্চপারফরম্যান্স পরিচালক গ্রায়েম ওয়েস্ট বলেন, "এই কেন্দ্রীয় চুক্তিগুলো আমাদের সেরা প্রতিভাদের স্বীকৃতি দেয় এবং উন্নত প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার সমন্বিত সহায়তা নিশ্চিত করে। এর ফলে খেলোয়াড়রা কেবল দক্ষ নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে ওঠে।"
তিনি আরো বলেন, "এটি আমাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেও সহায়তা করছে।"
চুক্তির ধরন সংক্ষেপে:
পূর্ণকালীন: পুরো বছরে পেশাদার চুক্তি
আংশিককালীন: বছরের নির্দিষ্ট অংশে কার্যকর
শিক্ষামূলক: পড়াশোনার সময় বিবেচনায় রাখা হয়
ক্যাজুয়াল: ম্যাচ ভিত্তিক আর্থিক ও স্বাস্থ্যগত সহায়তা