আইপিএল ট্রেড: ঘর বদলে গেল জাদেজা-স্যামসনদের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 4 মিনিট আগে
আইপিএল ট্রেড: ঘর বদলে গেল জাদেজা-স্যামসনদের

আইপিএল ট্রেড: ঘর বদলে গেল জাদেজা-স্যামসনদের

আইপিএল ট্রেড: ঘর বদলে গেল জাদেজা-স্যামসনদের

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) নিশ্চিতভাবেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। অর্থের ঝনঝনানি, তারকা ক্রিকেটারদের পারফরম্যান্স এই লিগকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। 

আইপিএল ২০২৬ রিটেনশন ডেডলাইনের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেডে একমত হয়েছে। তারকা ক্রিকেটারদের দলবদলে নতুন রূপ পেতে যাচ্ছে টুর্নামেন্টের পরবর্তী মৌসুম।

১. রবীন্দ্র জাদেজা — চেন্নাই সুপার কিংস (CSK) → রাজস্থান রয়্যালস (RR)

১২ মৌসুম চেন্নাই সুপার কিংসের জন্য খেলে চেন্নাইয়ের ঘরের মানুষ হয়ে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা, ছিলেন দলটির অধিনায়কও। তবে সেই ঘর বদলে রবীন্দ্র জাদেজা আগামী আইপিএলে খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে।

তার ফি ১৮ কোটি রুপি থেকে কমে ১৪ কোটি রুপি নির্ধারণ হয়েছে। জাদেজা আইপিএলে এখন পর্যন্ত ২৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন।

২. সাঞ্জু স্যামসন — রাজস্থান রয়্যালস (RR) → চেন্নাই সুপার কিংস (CSK)

রাজস্থানের অধিনায়ক ও ভারতের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন ট্রেড হয়ে যাচ্ছেন চেন্নাই সুপার কিংসে। তবে তার ফি অবশ্য কমেনি। বিদ্যমান ফি ১৮ কোটি রুপিতেই তিনি চেন্নাইতে যোগ দিচ্ছেন।

২০১৩ সালে অভিষেকের পর স্যামসন রাজস্থানের হয়ে খেলেছেন প্রায় পুরো ক্যারিয়ারজুড়ে; শুধুমাত্র ২০১৬ ও ২০১৭ সালে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

৩. স্যাম কারেন — চেন্নাই সুপার কিংস (CSK) → রাজস্থান রয়্যালস (RR)

ইংল্যান্ড অলরাউন্ডার স্যাম কারেন ট্রেড হয়ে রাজস্থান রয়্যালসে যাচ্ছেন। তার লিগ ফিও অপরিবর্তিত থাকছে, অর্থের মূল্যে যেটা কিনা ২.৪ কোটি ভারতীয় রুপি। 

৬৪ ম্যাচ খেলা কারেনের জন্য এটি হবে তৃতীয় ফ্র্যাঞ্চাইজি (পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, এখন রাজস্থান রয়্যালস)।

৪. মোহাম্মদ শামি — সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) → লখনৌ সুপার জায়ান্টস (LSG)

অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি যোগ দিচ্ছেন লখনৌ সুপার জায়ান্টসে। গত মৌসুমে ১০ কোটি রুপিতে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দলে নেয়। সেই মূল্যেই লখনৌ শিবিরে যাচ্ছেন তিনি। 

আইপিএলে ১১৯ ম্যাচ খেলা শামি ২০২৩ সালে গুজরাট টাইটান্সের হয়ে ২৮ উইকেট নিয়ে জিতেছিলেন ‘পার্পল ক্যাপ’ (সর্বোচ্চ উইকেট শিকারী)।

ইনজুরির কারণে খেলতে না পারা ২০২৪ মৌসুম বাদ দিলে তিনি সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে কার্যকর পেসারদের একজন।

৫. মায়াঙ্ক মার্কান্ডে — কোলকাতা নাইট রাইডার্স (KKR) → মুম্বাই ইন্ডিয়ান্স (MI)

লেগ-স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে ফিরছেন তার প্রথম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে।

৩০ লাখ রুপিতে কোলকাতা নাইট রাইডার্স এর আগে তাকে দলে নিয়েছিল, মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি ফিরছেন একই ফিতে। এ পর্যন্ত আইপিএলে তার ম্যাচ সংখ্যা ৩৭, উইকেট ৩৭।

৬. অর্জুন টেন্ডুলকার — মুম্বাই ইন্ডিয়ান্স (MI) → লখনৌ সুপার জায়ান্টস (LSG)

শচীন টেন্ডুলকার পুত্র বোলিং অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ট্রেড হয়ে লখনৌ সুপার জায়ান্টসে যাচ্ছেন। ফি অপরিবর্তিত: ৩০ লাখ রুপি। ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয় তার।

৭. নীতিশ রানা — রাজস্থান রয়্যালস (RR) → দিল্লি ক্যাপিটালস (DC)

অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার নীতিশ রানা এখন খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ৪.২ কোটি রুপিতেই তার চুক্তি বহাল থাকছে।

১০০টিরও বেশি ম্যাচ খেলা রানা ২০২৩ সালে শ্রেয়াস আইয়ার অনুপস্থিত থাকায় কোলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেছিলেন।

৮. ডোনাভান ফেরেইরা — দিল্লি ক্যাপিটালস (DC) → রাজস্থান রয়্যালস (RR)

অলরাউন্ডার ডোনাভান ফেরেইরা ফিরছেন তার প্রথম ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে। ফি ৭৫ লাখ থেকে বাড়িয়ে ১ কোটি রুপি করা হয়েছে।