অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু
-
2
টানা ৬ হারের পর রংপুরকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালীর
-
3
বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
-
4
শান্তের চোখে বাংলাদেশের বিশ্বকাপ: অভিনয় নয়, মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ
-
5
ভীষণ দুঃখজনক - আইপিএল থেকে মুস্তাফিজ ছিটকে যাওয়ায় ব্যথিত মঈন আলী
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
গোল্ড কোস্টে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে টানা ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ভারত। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে টানা ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ভারতীয় দলের মূল অস্ত্র হিসেবে কাজ করেছেন আক্সার প্যাটেল, শিভাম ডুবে এবং ওয়াশিংটন সুন্দর। তারা মিলিতভাবে সাতটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে লড়াই থেকে দূরে রেখেছেন।
ভারতের ব্যাটিং শুরুটা মোটামুটি হলেও ওপেনার শুবমান গিল (৩৯ বলে ৪৬) ও অভিষেক শর্মা (২১ বলে ২৮) ৫৬ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু দেন। তবে মিডিল অর্ডার বড় অবদান রাখতে পারেনি। শিভাম ডুবে ১৮ বলে ২২ রান করেন, অধিনায়ক সুর্যকুমার যাদব ১০ বল খেলে ২০ রানে ফিরে যান। শেষ দিকে আক্সার প্যাটেল ২১ রান করে অপরাজিত থাকেন এবং দলকে ১৬৭ রানে পৌঁছে দেন।
অস্ট্রেলিয়ার শুরুটা ভালো ছিল, ওপেনার ম্যাথিউ শর্ট (২৪ বলে ৩০) এবং মিচেল মার্শ (১৯ বলে ২৫) ঠিকঠাক খেলা শুরু করেন। কিন্তু মিডিল অর্ডারে আক্সার ও শিভাম ডুবের ব্যাটারদের উইকেট তুলে নেওয়া, এবং শেষ দিকে ওয়াশিংটন সুন্দর তিনটি উইকেট শিকার করায় তারা আর ম্যাচে ফেরেনি। আর্শদীপ সিং এবং ভরুণ চক্রবর্তীও গুরুত্বপূর্ণ উইকেট নেন, যেখানে গ্লেন ম্যাক্সওয়েল শেষের দিকে আউট হন।
অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস ৩ উইকেট নিয়ে ভালো খেলেন, আর আডাম জাম্পা ৩ উইকেট নেন।
পাঁচ ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর ব্রিসবেনে। সিরিজের প্রথম ম্যাচ ক্যানবেরায় বৃষ্টির কারণে বাতিল হয়।
