Image

ভারতের দুই অভিষেক, গোয়ালিয়রের অভিষেকে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের দুই অভিষেক, গোয়ালিয়রের অভিষেকে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের দুই অভিষেক, গোয়ালিয়রের অভিষেকে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের দুই অভিষেক, গোয়ালিয়রের অভিষেকে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

টেস্ট সিরিজে বাংলাদেশকে ক্লিনসুইপ করেছে ভারত। গোয়ালিয়রে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। গোয়ালিয়র একেবারে নতুন ভেন্যু, যেটা সম্পর্কে ভারতীয় দলও খুব কমই জানে। দুই দলের জন্যেই মাঠ সমান চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে। ৩৩ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচে টসে জিতলেন সুরিয়াকুমার যাদব। 

গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক এই ম্যাচ দিয়েই। যেখানে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার যাদব। 

ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মেহেদী হাসান মিরাজের প্রত্যাবর্তন। তানজিদ হাসান তামিমের চেয়ে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে গেলেন পারভেজ হোসেন ইমন। তামিম তার শেষ চারটি টি-টোয়েন্টিতে তিনটিতে আউট হয়েছেন শূন্য রানে। 

অভিজ্ঞতায় ভারতের চেয়ে তুলনামূলক ভাবে এগিয়ে বাংলাদেশ। ভারতীয় ব্যাটারদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।

এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়-পরাজয়ের রেকর্ড ৯-৯। সাতটি জয় এসেছে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিপরীতে ভারত ২০২৪ সালে ১৯ টি-টোয়েন্টির মধ্যে ১৮টি জিতেছে (দুটি সুপার ওভার জয় সহ) এবং এই ফরম্যাটে টানা ৭ ম্যাচ ধরে তারা অপরাজিত।

বাংলাদেশ একাদশ-

লিটন দাস (উইকেটকিপার), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

ভারত একাদশ-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদ্বীপ সিং ও মায়াঙ্ক যাদব। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three