ভারত সফরে সিয়ার্সের বদলি ডুফি
ভারত সফরে সিয়ার্সের বদলি ডুফি
ভারত সফরে সিয়ার্সের বদলি ডুফি
আবারো চোটের হানা কিউই শিবিরে। কেন উইলিয়ামসনের পর এবার ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার বেন সিয়ার্স। পুরো টেস্ট সিরিজেই তাকে পাবেনা নিউজিল্যান্ড দল। সিয়ার্সের বদলি হিসেবে প্রথম বারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন জ্যাকব ডুফি।
কিছুদিন আগে শ্রীলঙ্কা সফরের সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন বেন সিয়ার্স। দেশে ফেরার পর তার স্ক্যান করে দেখা যায় চোট গুরুতর। তাই দলের সঙ্গে ভারতে যেতে পারেননি তিনি। সেই সাথে বাদ পড়তে হয়েছে পুরো সিরিজ থেকেই।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড সিয়ার্সকে সুস্থ হতে শুভ কামনা জানিয়ে বলেন, “অবশ্যই আমরা বেনের সিয়ার্সার চোট নিয়ে হতাশ। সবশেষ গ্রীষ্মে টেস্ট ক্যারিয়ারের শুরুটা দারুণ করেছিল সে। গতিময় পেসার হিসেবে খুব ভালো বিকল্পও সে। দেখা যাক, তাকে ছাড়া আমাদের কত সময় থাকতে হয়। আশা করি, কম সময়ের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে সে।”
এখন পর্যন্ত মাত্র ১ টি টেস্ট খেলেছেন সিয়ার্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি
বেন সিয়ার্সের জায়গায় সুযোগ পাওয়া জ্যাকব ডুফি এখনো দেশের জার্সিতে টেস্ট খেলেননি। কাউন্টি ক্রিকেট খেলেছেন নটিংহ্যামশায়ারের হয়ে। বুধবার ভারতে যাবেন ডুফি।
জ্যাকবের ব্যাপারে প্রধান কোচ বলেন,“জ্যাকবের জন্য এটা দারুণ রোমাঞ্চকর এক সুযোগ। বেশ কিছুদিন ধরেই সে টেস্ট দলের আশেপাশে ছিল। এই সিরিজে আমাদের তিনটি টেস্ট আছে। তার টেস্ট অভিষেকের সবটুকু সম্ভাবনাই তাই আছে।”
তিনি আরো বলেন, “সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহ্যামশায়ারের হয়ে পারফরম্যান্স নিশ্চিতভাবেই তাকে দলে জায়গা পেতে সহায়তা করেছে। ব্ল্যাক ক্যাপদের হয়ে সাদা বলের ক্রিকেটে তার পারফরম্যান্স সবসময়ই ভালো ছিল এবং আমাদের বিশ্বাস, টেস্ট খেলত হলেও সে অবদান রাখবে।”