Image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ড দলে একাধিক নতুন মুখ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 17 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ড দলে একাধিক নতুন মুখ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ড দলে একাধিক নতুন মুখ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ড দলে একাধিক নতুন মুখ

আয়ারল্যান্ড ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। ২০১৯ সালের পর এই প্রথমবারের মতো আয়ারল্যান্ড সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দল। মে মাসে ক্লোনটার্ফে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং জুনে ব্রেডিতে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

উভয় ফরম্যাটে নেতৃত্ব দেবেন পল স্টার্লিং, তার সহকারী হিসেবে থাকবেন লোরকান টাকার। ঘোষিত দলে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ - কেড কারমাইকেল, টম মায়েস এবং লিয়াম ম্যাকার্থি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আয়ারল্যান্ড উলভস দলের সফরে ভালো পারফর্ম করে তারা নজর কাড়েন নির্বাচকদের।

চোট কাটিয়ে ফিরতে থাকা অভিজ্ঞ পেসার মার্ক অ্যাডেয়ার ওয়ানডে সিরিজে থাকছেন না, তবে টি-টোয়েন্টিতে ফেরার আশা রয়েছে তার।

জাতীয় নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, “উলভস ট্যুর আমাদের জন্য অনেক সহায়ক ছিল। সেখানকার পারফরম্যান্সের ভিত্তিতেই এই তিনজনকে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ দেওয়া হয়েছে।”

ওডিআই সিরিজ (ক্লোনটার্ফ)
২১ মে – প্রথম ওয়ানডে
২৩ মে – দ্বিতীয় ওয়ানডে
২৫ মে – তৃতীয় ওয়ানডে

টি-টোয়েন্টি সিরিজ (ব্রেডি)
১২ জুন – প্রথম টি-টোয়েন্টি
১৪ জুন – দ্বিতীয় টি-টোয়েন্টি
১৫ জুন – তৃতীয় টি-টোয়েন্টি

ওডিআই স্কোয়াড:পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবার্নি, কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, টম মায়েস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লোরকান টাকার (সহ-অধিনায়ক), ক্রেইগ ইয়াং।

টি-টোয়েন্টি স্কোয়াড:পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডেয়ার, রস অ্যাডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লোরকান টাকার (সহ-অধিনায়ক), বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

Details Bottom
Details ad One
Details Two
Details Three