Image

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 15 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

ভারত ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনার জেরে স্থগিত হওয়া আইপিএল আবার শুরু হচ্ছে আগামী শনিবার। কিন্তু পরিবর্তিত সূচির কারণে প্লে-অফের সময় ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ পড়ে যাওয়ায় বিপাকে পড়েছে আইপিএলে খেলা ইংলিশ ক্রিকেটাররা।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে জায়গা পেয়েছেন আইপিএলে খেলা পাঁচ ক্রিকেটার জস বাটলার, জ্যাকব বেথেল, উইল জ্যাকস, জেমি ওভারটন এবং জফ্রা আর্চার।

এর মধ্যে বাটলার (গুজরাট), বেথেল (বেঙ্গালুরু) ও জ্যাকসের (মুম্বাই) দলগুলো এখনও প্লে-অফে ওঠার দৌড়ে আছে। তবে ওভারটন ও আর্চারের দল ইতোমধ্যেই বাদ পড়েছে। ফলে বাকি তিন ক্রিকেটারকে আইপিএলের শেষ ধাপে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আইপিএলের প্রথম পর্ব শেষ হবে ২৭ মে, প্লে-অফ শুরু ২৯ মে। আর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ মে, শেষ হবে ৩ জুন। ফাইনাল ও তৃতীয় ওয়ানডে একই দিনে পড়ায় খেলোয়াড়দের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব।

ইতিপূর্বে ইসিবি আইপিএলের ফাইনাল ধরে ২৫ মে পর্যন্ত খেলোয়াড়দের অনাপত্তিপত্র (NOC) দিয়েছিল। কিন্তু সূচি বদলের পর মঙ্গলবার ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে।

এদিকে, নিরাপত্তা শঙ্কায় আইপিএল স্থগিতের পর ইংলিশ ক্রিকেটাররা দেশে ফিরে গেছেন। তবে তাঁরা পুনরায় ভারতে ফিরবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের দলে থাকা রোমারিও শেফার্ড (বেঙ্গালুরু), শেরফেইন রাদারফোর্ড (গুজরাট) এবং শামার জোসেফ (লক্ষ্ণৌ) আইপিএলে খেললেও তাঁদের ফ্র্যাঞ্চাইজির পারফরম্যান্স ও সিরিজ সূচির কারণে শেষ পর্যন্ত অংশগ্রহণ নিয়েও রয়েছে সংশয়।

ইংল্যান্ড ওয়ানডে দল:
 হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: 
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, লুক উড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three