নাহিদ রানাকে প্রশংসার বন্যায় ভাসালেন ইরফান পাঠান
-
1
রিশাদকে টেস্টে দেখা এখন কেবল সময়ের অপেক্ষাঃ মুশতাক আহমেদ
-
2
ইংল্যান্ডের আগুন ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের হার, সিরিজে এগিয়ে সফরকারীরা
-
3
শেষদিকে রিশাদের দুর্দান্ত ক্যামিও, স্পিনে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বরেকর্ড
-
4
ছোট ব্যাটে অনুশীলন, বড় কিছুর ইঙ্গিত মুশতাকের
-
5
শাহিন আফ্রিদির হাতে পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্ব

নাহিদ রানাকে প্রশংসার বন্যায় ভাসালেন ইরফান পাঠান
নাহিদ রানাকে প্রশংসার বন্যায় ভাসালেন ইরফান পাঠান
দেশের ক্রিকেট অঙ্গনে নতুন এক প্রতিভার ঝলক দেখাচ্ছেন উদীয়মান পেসার নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে ক্রিকেটে তার অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে বিশ্ববাসীর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে করা বোলিং দেখে নাহিদ রানার প্রসংশা করেছেন ভারতের সাবেক পেস বোলার ইরফান পাঠান।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়ে ইরফান পাঠান লেখেন, "নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা এবং নির্ভরযোগ্য বোলার হতে পারে। উচ্চতার সঙ্গে গতি আছে তার। ক্রিকেটে তার শুরুটা হয়েছে দেরিতে, ক্রিকেট শুরু করেছেন দেরিতে, তার কোচদের এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।"
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ৯ ওভার বল করে ৪৩ রান খরচা করে ১ টি উইকেট শিকার করেছেন নাহিদ রানা। ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার গতির বলে পরাস্ত করে আউট করেছেন কেন উইলিয়ামসনকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে খেলার আগে সবচেয়ে বেশী আলোচনা হয়েছে নাহিদ রানাকে নিয়ে। তবে সবাইকে অবাক করে দিয়ে সেই ম্যাচে একাদশে নেয়া হয়নি বাঁহাতি এই পেসারকে।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪ টি ওয়ানডে খেলেছেন নাহিদ রানা। তাতে শিকার করেছেন ৫ টি উইকেট। তাছাড়া বিপিএলের এই আসরে রংপুর রাইডার্সের হয়ে নিয়েছেন ১২ ম্যাচে ১০ উইকেট।