Image

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডেভিড মালান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডেভিড মালান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডেভিড মালান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডেভিড মালান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। ৩৭ বছর বয়সী এই মালান একসময় ছিলেন আইসিসির সেরা টি-টোয়েন্টি ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে বাদ পড়ার পর তার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মালান।

ইংল্যান্ডের হয়ে ২২টেস্ট, ৩০ ওয়ানডে এবং ৬২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডেভিড মালান। তিন আন্তর্জাতিক ফরম্যাটেই সেঞ্চুরি করার রেকর্ড আছে তার। তবে শেষবার আগে জাতীয় দলে দেখা গেছে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। 

'দ্যা টাইমস' কে দেয়া এক সাক্ষাৎকারে মালান বলেন, ‘সাদা বলের ফর্ম্যাটে নিজের সকল প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছি। স্বীকার করি আরো ধারাবাহিক টেস্ট ক্যারিয়ার গড়তে অক্ষমতার জন্য অনুশোচনা হবে। ’

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় মালানের। অভিষেকে ৪৪ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এরপরের অ্যাশেজে পার্থ টেস্টে ২২৭ বলে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। 

২০২০ সালে আইসিসির টি-২০ র‍্যাংকিংয়ের ব্যাটারদের তালিকার শীর্ষে উঠে আসেন ডেভিড মালান। তিনি ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের ও সদস্য ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্রাঞ্চাইজি লিগে মালানের চাহিদা ব্যাপক। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দলকে জিতিয়েছেন শিরোপা। সম্প্রতি ইংল্যান্ডে ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলেছেন। পিএসএলে খেলেন মুলতান সুলতানসের হয়ে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three