দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, হাইব্রিড লিস্টে মিলার-ডুসেন

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, হাইব্রিড লিস্টে মিলার-ডুসেন
দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, হাইব্রিড লিস্টে মিলার-ডুসেন
২০২৫/২৬ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। এবারের তালিকায় ১৮ জন খেলোয়াড়কে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় চুক্তি এবং ২ জনকে হাইব্রিড চুক্তিতে রাখা হয়েছে। এই চুক্তিগুলো ১ জুন ২০২৫ থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
নতুনভাবে জাতীয় চুক্তি পেয়েছেন তিনজন পেসার লিজাড উইলিয়ামস, অলরাউন্ডার সেনুরান মুথুসামি এবং ফাস্ট বোলার কুয়েনা মাফাকা। উইয়ান মুল্ডার, ডেভিড বেডিংহাম এবং কাইল ভেরেইনকে নতুন মৌসুমের চুক্তিতেও রাখা হয়েছে।
দলের অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলার ও রাসি ভ্যান ডার ডুসেনকে হাইব্রিড চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার আওতায় তারা নির্দিষ্ট দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি টুর্নামেন্টে অংশ নেবেন। হেনরিখ ক্লাসেনের ভবিষ্যৎ নিয়ে এখনো আলোচনা চলছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর অব ন্যাশনাল টিমস ও হাই পারফরম্যান্স ইউনিট এনক নকওয়ে বলেন, "আগামী ১২ মাসের জন্য জাতীয় চুক্তিপ্রাপ্ত সকল খেলোয়াড়কে অভিনন্দন জানাই, বিশেষ করে যারা এবার প্রথমবার চুক্তি পেয়েছেন। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের কৌশল নিয়েই আমরা এগোচ্ছি।"
দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে যারা-
টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, কেশব মহারাজ, কুয়েনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনে, লিজাড উইলিয়ামস।
হাইব্রিড চুক্তিতে:ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন।