Image

বিপিএল ২০২৫: দুর্বার রাজশাহীর সব ম্যাচের সূচি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ২০২৫: দুর্বার রাজশাহীর সব ম্যাচের সূচি

বিপিএল ২০২৫: দুর্বার রাজশাহীর সব ম্যাচের সূচি

বিপিএল ২০২৫: দুর্বার রাজশাহীর সব ম্যাচের সূচি

এবাবের বিপিএলে এখন পর্যন্ত অপেক্ষাকৃত সবচেয়ে দুর্বল দল সাজিয়েছে দুর্বার রাজশাহী। ৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে তারা মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়দের পরের ম্যাচ আরেক নতুন দল ঢাকা ক্যাপিটালসের সাথে। 

৩০ ডিসেম্বর শুরু হয়ে বিপিএলের পর্দা নামবে ৭ ফেব্রুয়ারি। নতুন দল দুর্বার রাজশাহী এবারের বিপিএলে শুরুর ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলে সিলেটে পৌঁছে খেলবে আরও ৩ ম্যাচ। এরপর তাসকিন, বিজয়দের গন্তব্য হবে চট্টগ্রামে, সাগরিকায় ৪ ম্যাচ খেলে ফের মিরপুর শের-ই-বাংলায় এসে লিগ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে মাঠে নামবে রাজশাহী। 

নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে এবারের বিপিএলে আসা দুর্বার রাজশাহী প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে কেবল ১২ জন ক্রিকেটাররে। এর আগে সরাসরি চুক্তিতে তারা দলে যুক্ত করে এনামুল হক বিজয়কে। ড্রাফট থেকে দলে নেওয়া ক্রিকেটারদের মধ্যে চমক কেবল তাসকিন আহমেদের নাম। 

বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে তাসকিন ছাড়া কেউ নেই রাজশাহী দলে। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলির সাথে আছেন তরুণ আগ্রাসী ব্যাটার জিশান আলম। ইয়াসির আলি চৌধুরী রাব্বির সাথে এই দলে শফিউল ইসলাম, সানজামুল ইসলামও খেলবেন। 

দুর্বার রাজশাহীর বিপিএল ফিক্সচার-

৩০ ডিসেম্বর, দুর্বার রাজশাহী বনাম ফরচুন বরিশাল, দুপুর ১:৩০, ঢাকা
২ জানুয়ারি, দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, দুপুর ১:৩০, ঢাকা
৩ জানুয়ারি, দুর্বার রাজশাহী বনাম চিটাগং কিংস, দুপুর ২:০০, ঢাকা
৬ জানুয়ারি, দুর্বার রাজশাহী বনাম ফরচুন বরিশাল, সন্ধ্যা ৬:৩০, সিলেট
১০ জানুয়ারি, দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্স, দুপুর ২:০০, সিলেট
১২ জানুয়ারি, দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৬:৩০, সিলেট
১৭ জানুয়ারি, দুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকার্স, দুপুর ২:০০, চট্টগ্রাম
১৯ জানুয়ারি, দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্স, সন্ধ্যা ৬:৩০, চট্টগ্রাম
২০ জানুয়ারি, দুর্বার রাজশাহী বনাম চিটাগং কিংস, সন্ধ্যা ৬:৩০, চট্টগ্রাম
২৩ জানুয়ারি, দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্স, দুপুর ১:৩০, চট্টগ্রাম
২৬ জানুয়ারি, দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্স, সন্ধ্যা ৬:৩০, ঢাকা
২৭ জানুয়ারি, দুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকার্স, সন্ধ্যা ৬:৩০, ঢাকা। 

দুর্বার রাজশাহী স্কোয়াড-

এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলি রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এম মেহেরব হোসেন, আকবর আলি, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর, মিজানুর রহমান, জিহাদুজ্জামান খান, আসাদুজ্জামান পায়েল, সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকন (শ্রীলঙ্কা)।

Details Bottom
Details ad One
Details Two
Details Three