Image

বিসিবির সভায় এসেছে গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিসিবির সভায় এসেছে গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত

বিসিবির সভায় এসেছে গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত

বিসিবির সভায় এসেছে গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত

বিসিবির পরিচালনা পর্ষদের ১৭তম সভায় এসেছে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত। নতুন কার্যকরী কমিটি, চলতি বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যা, নারী বিপিএল, গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত, ক্রিকেট সংশ্লিষ্টদের আর্থিক সহায়তা সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বোর্ড পরিচালকদের ১৭তম সভায়।

শনিবার (২৫ জানুয়ারি) ছিল বিসিবির মহাগুরুত্বপূর্ণ ১৭তম বোর্ড সভা। বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি ভেঙে দেয়া হয়েছে। চূড়ান্ত হয়েছে বিসিবির স্টান্ডিং কমিটি। নানা বিষয়ের পাশাপাশি ২০২৫ বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকঠাক না দেওয়ার ইস্যুতেও আলোচনা হয়েছে। নারী বিপিএলও ছিল আলোচ্য বিষয়।

আম্পায়ারদের জন্য নতুন বেতন কাঠামো

বিসিবির বেতন-ভাতার অধীনে ৩৩ জন চুক্তিভিত্তিক আম্পায়ারের জন্য প্রস্তাবিত বেতন কাঠামো অনুমোদন করেছে বোর্ড। তালিকায় রয়েছে একটি আইসিসি এলিট প্যানেল (গ্রেড এ+), চারটি আইসিসি আন্তর্জাতিক প্যানেল (গ্রেড এ), চারটি বিসিবি এলিট প্যানেল (গ্রেড বি), চারটি নারী আইসিসি ডেভেলপমেন্ট প্যানেল (গ্রেড সি), দুটি ইমার্জিং প্যানেল (গ্রেড সি), ছয়টি প্রথম ক্লাস প্যানেল (গ্রেড সি), সাতটি বিসিবি ইমার্জিং প্যানেল (গ্রেড সি) এবং পাঁচটি আঞ্চলিক প্যানেল আম্পায়ার।

অর্থাৎ বিসিবির চুক্তিবদ্ধ আম্পায়ারদের নির্দিষ্ট গ্রেডে চাকরির প্রস্তাব ও পারিশ্রমিক আগের চেয়ে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যাবলী স্থগিত করা হয়েছে

নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত। বোর্ডের ১৫তম সভায় গঠিত সংবিধান সংশোধন কমিটির কাজ স্থগিত করা হয়েছে। বোর্ড সমস্ত প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করবে এবং পরামর্শ করবে। পরে এই কমিটি পরিবর্তন ও পরিবর্ধন করা হবে। কাজের পরিধি ঠিক করে বাকি কার্যক্রম পরিচালিত হবে। গঠনতন্ত্রে কীভাবে পরিবর্তন আনবেন, সেটি অংশীজনদের সম্পৃক্ত করে হবে।
 
নারী বিপিএল

২০২৪-২৫ বিপিএল আয়োজন করতে গিয়ে অনেক বিতর্ক এসেছে। নারীদের বিপিএল আয়োজনের ক্ষেত্রে তাই তাড়াহুড়ো করতে চায় না বিসিবি। বোর্ড প্রস্তাবিত প্রথম নারী বিপিএল টুর্নামেন্টের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) প্রক্রিয়া শুরু করেছে।

কল্যাণ তহবিল

সংগঠক, কর্মকর্তা এবং মিডিয়ার সদস্য সহ বিভিন্ন ক্ষমতায় বাংলাদেশ ক্রিকেটে অবদানকারী ক্রিকেটার এবং ব্যক্তিদের সমর্থন করার জন্য বোর্ড একটি কল্যাণ তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। যা ক্রিকেট সংশ্লিষ্ঠদের অনুদান দেওয়ার কাজ করা হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three