সাকিবকেও দলে ফেরাতে অপেক্ষায় বিসিবি
- 1
পাকিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়ের পরও বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশ
- 2
বিসিএসএ'র নেতৃত্বে নতুন রূপ: গঠিত হলো দুই বছরের কার্যনির্বাহী কমিটি
- 3
তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল
- 4
জিতেও পারল না ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
- 5
জিম্বাবুয়ের খোঁচার জবাবে শান্ত, নাহিদ রানা কেমন বোলার সেটা ম্যাচেই টের পাবে জিম্বাবুয়ে

সাকিবকেও দলে ফেরাতে অপেক্ষায় বিসিবি
সাকিবকেও দলে ফেরাতে অপেক্ষায় বিসিবি
চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণার ইস্যুতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন সাকিব আল হাসান একবার ফেইল করেছেন। তার পরবর্তী বোলিং পরীক্ষার ফলের জন্য দল ঘোষণায় আরও কিছুদিন অপেক্ষা করবে বিসিবি।
গত ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়ো মেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন সাকিব।
আগের পরীক্ষার ফল হাতে পাওয়ার পর সাকিব আবারও নতুন করে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন। এই রেজাল্ট প্রকাশ হলেই সাকিবকে দলে রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি।
সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা নিয়ে প্রধান নির্বাচক বললেন,
'সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং। আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কি না এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।'
'এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এ প্রক্রিয়ার জন্য এভেইলেবল আছেন কি না। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি। যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন। সেটার জন্যও ওয়েট করতে হবে। আমাদেরকে আসলে...হয়তো এভ্রি মিনিট কাউন্টস। হোপফুলি এক দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।'