Image

মুশফিকুর রহিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুশফিকুর রহিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

মুশফিকুর রহিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

মুশফিকুর রহিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া মুশফিকুর রহিম এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে মুশফিকের রান বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। অবসরের পর ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে নেমে সংবর্ধনা পান মুশফিক। এবার বিসিবি সভাপতি জানালেন, মুশফিকুর রহিমকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার কথা। 

১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ২৭৪ ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী মুশফিকুর রহিম। ৩৬.৪২ গড়ে ৯ সেঞ্চুরি এবং ৪৯ ফিফটিতে মোট ৭৭৯৫ রান করা মুশফিক ওয়ানডেতে তামিম ইকবালের পর বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। ২০০৬ সালে প্রথম ওয়ানডে খেলা মুশফিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন গত ৫ই মার্চ। ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন। ২০২২ সালে তিনি টি–টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।

বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ আজ মিরপুর শের-ই-বাংলায় জানিয়েছেন মুশফিকুর রহিমকে বিদায়ী সংবর্ধনা দেবে ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটারের জন্য বিশেষ আয়োজনের ভাবনাও বিসিবির আছে। ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগের উদ্বোধন শেষে বিসিবি সভাপতি বলেন,

'এটা (মুশফিককে বিদায়ী সংবর্ধনা) আমরা পরিকল্পনা করব। এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক তো সম্ভবত দেশের একজন কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছরের পথপরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসেছে, তার মধ্যে সে অন্যতম একজন নাবিক, যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে।'

'আমি মনে করতে পারি, ২০০৫ সালে ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে, পরে ২০০৭ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত... সে যে পথটা দেখিয়েছে, তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ব্যাপার হবে। ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞচিত্তে তার সব অর্জন স্মরণ করেছি আমরা। বিসিবি থেকে একটা বার্তা দিয়েছি, আমার লেখা ছিল। আমরা চেষ্টা করব, ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কীভাবে তাকে সংবর্ধনা দেওয়া যায়।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three