আমাদের প্রস্তুতি ভালো হয়নি: মোহাম্মদ সালাউদ্দিন

আমাদের প্রস্তুতি ভালো হয়নি: মোহাম্মদ সালাউদ্দিন
আমাদের প্রস্তুতি ভালো হয়নি: মোহাম্মদ সালাউদ্দিন
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খুব কম সময়ের জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অন্য দলগুলো টুর্নামেন্টকে সামনে রেখে খেলেছে ওয়ানডে ফরম্যাটে সিরিজ অন্যদিকে বাংলাদেশ দলের ব্যস্ততা ছিল বিপিএলকে ঘিরে। ফলে প্রস্তুতির যথেষ্ট ঘাটতি ছিল বলে মনে করেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
গণমাধ্যমকে সালাউদ্দিন বলেন, "এই টুর্নামেন্টের আগে অন্তত পাঁচটি দল ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। কিন্তু আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। বিপিএল খেলে এসেছি, সেটাই আমাদের বাস্তবতা। বোর্ড, ক্রিকেটার সবাইকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। হুট করে সাফল্য আসে না।"
তিনি আরো বলেন, "প্রস্তুতির ঘাটতি নিয়ে সালাউদ্দিন আরও বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়নি। তবে আমি এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাই না। এখন দ্রুত ফরম্যাট বদলায়। দ্রুত আপনাকে ফরম্যাট পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা মানিয়ে নিতে পারিনি।"
আইসিসির বড় ইভেন্টে বাংলাদেশ পারফর্ম করতে পারেনা এটা মেনে নিয়ে সালাহউদ্দিন বলেন, "সামর্থ্য না থাকলে তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতাম না। বিশ্বের সেরা ৮ দল এসেছে। ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা আসতে পারেনি। যদি বলেন যে এখানে অংশ নিতে আসছি তাহলে এখানে আসা উচিত না। যেহেতু আসছি অবশ্যই স্বপ্ন থাকতে হবে কী করতে চাই। আমি মনে করি আমাদের পারফর্ম করার সামর্থ্য আছে। কিন্তু এটা আমরা করে দেখাতে পারিনি। আমরা আইসিসির বড় কোনো ইভেন্টে আমরা করতে পারিনি, এটা মেনে নিতেই হবে।"
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ, পাকিস্তান দুদল ই বাদ পড়েছে। নিয়ম রক্ষার ম্যাচ নিয়ে কোচ বলেন, "এই টুর্নামেন্টে পাকিস্তান তারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। আমরাও পারিনি। তবে কেউই চাবে না হালকাভাবে ক্রিকেট খেলবে। দুই দলই ভালো। দুই দলই চাইবে নিজেদের পুরোটা দিয়ে চেষ্টা করবে ভালো করার।"