Image

দুই ক্যাচ আর রান আউট মিসে শূন্যহাতে লাঞ্চে গেল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুই ক্যাচ আর রান আউট মিসে শূন্যহাতে লাঞ্চে গেল বাংলাদেশ

দুই ক্যাচ আর রান আউট মিসে শূন্যহাতে লাঞ্চে গেল বাংলাদেশ

দুই ক্যাচ আর রান আউট মিসে শূন্যহাতে লাঞ্চে গেল বাংলাদেশ

সিলেট টেস্টে বিবর্ণ হারের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল। তবে টসে হেরে আগে বোলিং করতে হচ্ছে সাকিব, খালেদদের। প্রথম সেশনে টাইগারদের জন্য মেলেনি কোনো সাফল্য। তবে ক্যারিয়ারের তৃতীয় অভিষেক উইকেট শিকারের আনন্দে ভাসতে পারতেন হাসান মাহমুদ, যদি না স্লিপে দাঁড়ানো মাহমুদুল জয়ের হাত থেকে বল ফস্কে যেত। ২৭ ওভার খেলে স্কোরবোর্ডে ৮৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেল শ্রীলঙ্কা।

ফিফটি হাঁকিয়ে ৫৫ রানে অপরাজিত আছেন ওপেনার নিশান মাদুশকা। আরেক ওপেনার দিমুথ করুণারত্নের রান ৩৩। দুই ক্যাচ মিস আর এক রান আউটের আক্ষেপ নিয়ে শূন্য হাতে টেস্টের প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। 

এক বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নামলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন। সাকিবের ফেরার ম্যাচে বাংলাদেশের টেস্ট জার্সিতে অভিষেক ঘটল পেসার হাসান মাহমুদের। ডানহাতি পেসার হাসান মাহমুদ সাদা বলের ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেও লাল বলের ক্রিকেটে দেশের হয়ে আজই প্রথম ম্যাচ খেলতে নামলেন। সাকিব আল হাসানের কাছ থেকে টেস্ট ক্যাপ পেলেন অভিষিক্ত হাসান মাহমুদ।

সিলেটে ৩২৮ রানের জয়ে সিরিজে এগিয়ে আছে সফরকারী শ্রীলঙ্কা। ২০২৩-২৫ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে সমতা আনতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। টসে জিতে সাগরিকার ব্যাটিং প্যারাডাইসে দুই ওপেনারের ব্যাটে লঙ্কানদের দারুণ শুরু। আরও একবার স্লিপে দাঁড়িয়ে মাহমুদুল হাসান জয়ের ক্যাচ মিস। সিলেট টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া কামিন্দু মেন্ডিস প্রথম ইনিংসে ফিরতে পারতেন গোল্ডেন ডাক হয়ে। সেদিনও স্লিপে দাঁড়িয়ে থাকা জয় লুফে নিতে পারেননি কামিন্দু ক্যাচ। শুরুতেই জীবন পাওয়া কামিন্দু সহজে আর ভুল করেননি, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান জয়ের কল্যাণে।

আজও একইভাবে জয় স্লিপে ছাড়লেন আরও এক গুরুত্বপূর্ণ ক্যাচ, ওপেনার নিশান মাদুশকার সহজ ক্যাচ। অভিষেক টেস্ট খেলতে নামা হাসান মাহমুদ দারুণ শুরু করেও হন উইকেট বঞ্চিত। এরপর অবশ্য আর কোনো ভুল না করেই ইনিংস বড় করতে থাকেন মাদুশকা। দিমুথ করুণারত্নের সঙ্গে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশকে চোখ রাঙানি।

এরপর ইনিংসের ২২তম ওভারের শেষ বল, হাসান মাহমুদ আরও একবার হতাশায় ডুবলেন। এবার বাউন্ডারি লাইনে এগিয়ে থাকা সাকিব আল হাসান বল হাতে নিতে না পেরেই নিজেই অতিক্রম করলেন সীমানা। দলীয় ৭০ রানেও ভাঙেনি লঙ্কানদের ওপেনিং জুটি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three