অবশেষে অলআউট করা গেল জিম্বাবুয়েকে, মিরাজের ফাইফার
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
শাস্তি এড়াতে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত
- 4
নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং
- 5
চ্যাম্পিয়নশিপের স্বাদ পেতে চান, এশিয়া কাপে আশাবাদী লিটন দাস

অবশেষে অলআউট করা গেল জিম্বাবুয়েকে, মিরাজের ফাইফার
অবশেষে অলআউট করা গেল জিম্বাবুয়েকে, মিরাজের ফাইফার
বাংলাদেশের প্রথম ইনিংসের ১৯১ রানের জবাবে জিম্বাবুয়ে সংগ্রহ করেছে ২৭৩ রান। আর তাতেই সিলেট টেস্টে স্বাগতিকদের সামনে ৮২ রানের লিড। নাহিদ রানার ৩ উইকেট শিকারের পর মেহেদী হাসান মিরাজের স্পিন বিষে নীল হয়ে জিম্বাবুয়ের ইনিংস থামে। মাত্র ৫২ রান খরচায় মিরাজের ফাই-ফার।
দিনের প্রথম সেশনে নাহিদ রানা আর হাসান মাহমুদের পেস তান্ডবে ৪ উইকেট পাওয়া গেলেও পরের সেশনে বাংলাদেশ নিতে পারে কেবল ২ উইকেট। শন উইলিয়ামস ফিফটি হাঁকিয়ে দলকে এনে দেন স্বস্তির লিড। দ্বিতীয় দিনের চা বিরতির পর জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় স্কোরবোর্ডে ২৭৩ রান তুলে।
ওপেনার ব্রায়ান বেনেটের ফিফটির পর অভিজ্ঞ শন উইলিয়ামসের ৫৯ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে লিড পায় জিম্বাবুয়ে। মাঝে ওয়েসলি মাধেভেরে ২৪, উইকেটকিপার ব্যাটার নায়াশা মায়াভো ৩৫ রান করেন। শেষদিকে রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি মিলে লিডের সংখ্যাটা বড় করেন।
বল হাতে বাংলাদেশের ৩ পেসার দখলে নিয়েছেন মোট ৫ উইকেট। বাকি পাঁচটি একাই শিকার করেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১১তম পাঁচ উইকেট শিকার। এর মধ্যে তিন বারই জিম্বাবুয়ের বিপক্ষে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। রিচার্ড এনগাভারা খেলেছেন হার না মানা ২৮ রানের দারুণ এক ইনিংস। ১০ নম্বর ব্যাটার ব্লেসিং মুজারাবানিও খেলেছেন ১৭ রানের কার্যকরী ইনিংস।