সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতলেন শান্ত
- 1
পাকিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়ের পরও বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশ
- 2
বিসিএসএ'র নেতৃত্বে নতুন রূপ: গঠিত হলো দুই বছরের কার্যনির্বাহী কমিটি
- 3
বাংলাদেশ সফরে অনিশ্চিত ভিরাট কোহলি
- 4
তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল
- 5
দুই ওপেনার নেই শুরুতেই, এরপর শান্ত-মুমিনুলের ব্যাটে স্বস্তি

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতলেন শান্ত
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতলেন শান্ত
২০২৫ সালে প্রথমবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার শুরু প্রথম টেস্ট। সিলেটের স্পোর্টিং উইকেটকে ভাবনায় রেখে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সঙ্গে দুই স্পিনার ও ৬ স্পেশালিস্ট ব্যাটার।
নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ পেস আক্রমণ সামলাবেন সিলেট টেস্টে। স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গী হবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৮টিতে, জিম্বাবুয়ের জয় ৭ টেস্টে। ড্র হয়েছে তিন টেস্ট। ২০২১ সালে হারারেতে দুই দলের সর্বশেষ লড়াইয়েও জিতেছিলো বাংলাদেশ। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
২০২০ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছে জিম্বাবুয়ে। মিরপুরের ঐ টেস্ট ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ঐ টেস্টে ২০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ-
ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কুরান, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।