Image

একাদশে দুই পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
একাদশে দুই পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

একাদশে দুই পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

একাদশে দুই পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর হয়েছিল ২০১৭ সালে ইংল্যান্ডে। কার্ডিফে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দেয় বাংলাদেশ। যদিও সেমিতে ভারতের কাছে হেরে যায় টাইগাররা। ৮ বছর পর সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ। বিপরীতে, কিউইদের কাছে এই ম্যাচ আগের আসরের প্রতিশোধ নেওয়ার বড় মঞ্চ। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। সিদ্ধান্ত জানালেন আগে বোলিং করার। বাংলাদেশের একাদশে ফিরলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও পেসার নাহিদ রানা। জায়গা হারালেন ওপেনার সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব। নিউজিল্যান্ডও তাদের সেরা একাদশে এনেছে দুই পরিবর্তন। 

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেতে হলে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ—শুধুমাত্র একটি জয়ই টাইগারদের সেমিফাইনালের স্বপ্নকে বাঁচিয়ে রাখবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

বাংলাদেশ দল নিজেদের খেলা সবশেষ ৫ ওয়ানডের সবক'টিতেই হার দেখেছে। গেল বছরের শেষদিকে আফগানিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে সিরিজ হেরে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হয়েছে ধবলধোলাই। বিপরীতে, ত্রিদেশীয় সিরিজ থেকেই জয়ের ধারায় নিউজিল্যান্ড। টানা চার ওয়ানডে জেতা কিউইরা বাংলাদেশের চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় রাওয়ালপিন্ডিতে। 
 
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা। 

নিউজিল্যান্ড একাদশ-উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি, উইল ও'রোর্ক। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three