Image

দাপুটে জয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দাপুটে জয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু

দাপুটে জয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু

দাপুটে জয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শুরুটা জয়ে রাঙাল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে ৪৫ রানে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর বোলারদের কল্যাণে নিশ্চিত হয় রোমাঞ্চকর জয়। ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলা অধিনায়ক তামিম জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ করেছে ২২৮ রান। অধিনায়ক আজিজুল হাকিম তামিম টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দেন চ্যালেঞ্জিং সংগ্রহ। অধিনায়কের শতক ছোঁয়ার দিনে ফিফটি পেয়েছেন ওপেনার কালাম সিদ্দিকি। এই দুইয়ের ব্যাটেই বাংলাদেশের ইনিংসে আসে স্বস্তি। 

এরপর বোলিংয়ে দাপট দেখান আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন। এ দু'জনেই নেন ৩টি করে উইকেট। ৯ ওভারে ২৫ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন মারুফ মৃধা। ৪৭.৫ ওভার খেলা আফগানিস্তান ১৮৩ রানের বেশি করতে পারেনি। 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ২২৮। শেষ ১০ ওভারের সঠিক ব্যবহার করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ডেথ ওভারের ৬০ বলের বিপরীতে ৭ উইকেট খুইয়ে বাংলাদেশ রান পেয়েছে কেবল ৫৬। 

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২১ রানে উদ্বোধনী জুটি ভাঙে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। পেসার মারুফ মৃধা বাংলাদেশকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। আফগান ওপেনার উজাইরউল্লাহ নিয়াজাই ব্যক্তিগত ৮ রানে ক্যাচ তুলে ফেরেন প্যাভিলিয়নে। 

অধিনায়ক মাহবুব খান থিতু হয়েও ১৬ রানের বেশি করতে পারেননি। তবে তিনে নামা ফয়সাল খান এরপর দলকে বিপর্যয় থেকে টেনে তুলেন। তার সঙ্গী হন নাসির খান। এই জুটিতে ৫০ রান আসে আফগানিস্তানের স্কোরবোর্ডে। দলীয় ১১৬ রানে ফয়সাল আউট হলে ভাঙে পার্টনারশিপ। ফয়সালের ৫৮ রানই দলের পক্ষে সর্বোচ্চ। নাসির খানের ব্যাট থেকে আসে ৩৪ রান।

বাংলাদেশের বোলারদের তোপের সামনে অসহায় আত্মসমর্পণ করে আফগানিস্তান থামে ১৮৩ রানে। ৪৫ রানের বড় জয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু।

Details Bottom
Details ad One
Details Two
Details Three