৪ পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            3
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            4
                            
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                ৪ পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
৪ পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। ১-০'তে এগিয়ে থাকা বাংলাদেশের এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে। নতুন অধিনায়ক লিটন দাসের টসভাগ্য আজও পক্ষে আসেনি। বাংলাদেশের সেরা একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন নাজমুল হোসেন শান্ত।
শারজায় সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দুই ম্যাচ থেকে বেড়ে তিন ম্যাচের হয়ে গেল বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি–টোয়েন্টিতে আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ। সিরিজে বর্তমানে বাংলাদেশ ১–০ তে এগিয়ে।
তিন পেসার (নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব) ও দুই স্পিনার (রিশাদ হোসেন ও তানভীর ইসলাম) নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বিপরীতে, আরব-আমিরাতের একাদশেও এসেছে দুই পরিবর্তন। খেলছেন উইকেটকিপার ব্যাটার আরিয়ানশ শর্মা ও অলরাউন্ডার সগীর খান।
জাতীয় দলের সিরিজের মধ্যেই আইপিএলে মুস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শনিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলে পরদিনই আইপিএলে খেলতে নামেন মুস্তাফিজ। তাই আজ সেরা একাদশে ফিজের পরিবর্তে সুযোগ পান নাহিদ রানা।
পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী জায়গা হারালেন। তাদের পরিবর্তে সেরা একাদশে ঢুকলেন নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটকিপার), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
সংযুক্ত আরব আমিরাত একাদশ-
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), মোহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুভ পারাশার, মতিউল্লাহ খান, হায়দার আলি, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, সগীর খান।
