Image

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ, অঘটন বলার সুযোগ নেই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ, অঘটন বলার সুযোগ নেই

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ, অঘটন বলার সুযোগ নেই

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ, অঘটন বলার সুযোগ নেই

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাঁদের মাটিতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে বসেছিল বাংলাদেশ। সেটাকে আর অঘটন বলার সুযোগ নেই। দ্বিতীয় ম্যাচেও যে হেরেছে সফরকারীরা। ১ ম্যাচ বাকি, তবে সিরিজ হার নিশ্চিত হয়েছে টাইগারদের। 

হুস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে এদিন টসে জিতে আগে যুক্তরাষ্ট্রকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে তাঁরা। জবাব দিতে নেমে ১৯.৩ ওভারে ১৩৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। ৬ রানে ম্যাচ জেতে যুক্তরাষ্ট্র। 

স্বাগতিকদের অল্পতে আটকাতে ২ টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। প্রথম ম্যাচের মত এদিনও উইকেটশুন্য থাকেন সাকিব আল হাসান।

যুক্তরাষ্ট্রের পক্ষে অধিনায়ক মোনানক প্যাটেল সর্বোচ্চ ৪২ রান করেন। অপর ওপেনার স্টিভেন টেইলরের ব্যাট থেকে আসে ৩১ রান। এছাড়া অ্যারন জোন্স ৩৪ বলে ৩৫ রান করেন। 

লিটন দাসের পরিবর্তে এদিন সেরা একাদশে আসা তানজিদ হাসান তামিম ১৫ বলে ১৯ রান করেন। ১ টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। তাঁর সঙ্গী হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামা সৌম্য সরকার গোল্ডেন ডাকের স্বাদ পান। 

৩০ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় মিলে ৪৮ রানের জুটি গড়েন। ৩৪ বলে ২ চার ও ১ ছয়ে ৩৬ রান করে শান্ত রান আউটে কাটা পড়লে ভাঙে জুটি। শান্তর বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি তাওহীদ হৃদয়ও। ২১ বলে ১ ছয়ে ২৫ রান আসে তাঁর ব্যাট থেকে। 

৬ এ নামা মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে ৩ রানের বেশি করতে পারেননি। জাকের আলি ৫ বলে ৪ রান করেন। শেষদিকে আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। সাকিব আল হাসান ২৩ বলে ৪ চার ও ১ ছয়ে ৩০ রান করেন। 

যুক্তরাষ্ট্রের পক্ষে ৩ উইকেট নেন আলি খান। ২ টি করে শিকার সৌরভ নেত্রভালকার, শ্যাডলি ভ্যান শালউইকের। ১ টি করে নেন জাসদ্বীপ সিং ও কোরি অ্যান্ডারসন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three