জিম্বাবুয়ের কাছে ১৯১ রানে অলআউট বাংলাদেশ
- 1
পাকিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়ের পরও বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশ
- 2
বিসিএসএ'র নেতৃত্বে নতুন রূপ: গঠিত হলো দুই বছরের কার্যনির্বাহী কমিটি
- 3
তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল
- 4
জিতেও পারল না ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
- 5
জিম্বাবুয়ের খোঁচার জবাবে শান্ত, নাহিদ রানা কেমন বোলার সেটা ম্যাচেই টের পাবে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের কাছে ১৯১ রানে অলআউট বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে ১৯১ রানে অলআউট বাংলাদেশ
সিলেট টেস্টের প্রথম দিনেই বাংলাদেশ ১৯১ রানে অলআউট। নাজমুল হোসেন শান্তর দল ৬১ ওভারের বেশি খেলতে পারেনি প্রথম ইনিংসে। মুজারাবানি, মাসাকাদজার শিকার বাংলাদেশের ৩টি করে উইকেট।
সকালে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিং বেছে নিয়ে এখন নিশ্চিতভাবেই অস্বস্তিতে। জিম্বাবুয়ের বোলারদের সামনে স্বাগতিক দল ৬১ ওভার খেলতেই গুটিয়ে গেছে। ১৯১ রানে থামল বাংলাদেশের প্র্রথম ইনিংস।
দুই ওপেনার বিদায় নেনে শুরুতেই, এরপর শান্ত-মুমিনুলের ব্যাটে ফিরে আসে স্বস্তি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২৪ ওভারে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৮৪। বৃষ্টি শেষে মুজারাবানির শর্ট বলে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, আউট হয়েছেন ৪০ রানে।
হতাশ করলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১৮ বলের ইনিংসে ৪ রানের বেশি করতে পারেননি, বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার বলে মিডউইকেটে ক্যাচ তুলে যান প্যাভিলিয়নে। শূন্য রানে জীবন পেয়ে ফিফটি করা মুমিনুল হক এরপর আর ইনিংস লম্বা করতে পারেননি।
১০৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করে মুমিনুল উইকেট হারালে পরের ওভারে নেই মেহেদী হাসান মিরাজও। মুজারাবানির শর্ট বল সামলাতে ব্যর্থ হয়ে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ হন ৪ রানে থাকা মিরাজ। বিপর্যয়ে দাঁড়িয়ে জাকের আলি অনিক খেলেন ২৮ রানের ইনিংস।
জাকেরকে সঙ্গ দিয়ে হাসান মাহমুদও তুলে নেন ১৯ রান। শেষ পর্যন্ত ধুঁকতে ধুঁকতে ৬১ ওভারে ১৯১ রানে থামল বাংলাদেশের প্র্রথম ইনিংস।