আকবরের নেতৃত্বে ইমার্জিং এশিয়া কাপে খেলবে বাংলাদেশ
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
আকবরের নেতৃত্বে ইমার্জিং এশিয়া কাপে খেলবে বাংলাদেশ
আকবরের নেতৃত্বে ইমার্জিং এশিয়া কাপে খেলবে বাংলাদেশ
মেনস টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ শুরু ১৮ অক্টোর। শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংকে নিয়ে বাংলাদেশ খেলবে ডেথ গ্রুপে। আসন্ন এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ ‘এ’-দলের নেতৃত্ব দেবেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি। দলে রাখা হয়েছে জাতীয় দলের বেশ কয়েক তারকাকে।
আসন্ন ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘এ’-দলের অধিনায়কত্ব সামলাবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি। স্কোয়াডে আছে জাতীয় দলের বেশ কিছু পরিচিত মুখ। তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, নাইম শেখ, আবু হায়দার রনির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা টুর্নামেন্ট মাতাতে যাবেন ওমানে।
রিজার্ভ হিসাবে রাখা হয়েছে শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিক, নাসুম আহমেদকে।
আবু হায়দার রনি, মারুফ মৃধা, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডলকে নিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ পেস অ্যাটাক। ব্যাটিংয়ে বড় দায়িত্ব থাকবে পারভেজ ইমন, সাইফ হাসান, নাইম শেখ, তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারীদের উপর। ‘উদীয়মান’ হিসেবে দলে আছেন ব্যাটার জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিক। ইমার্জিং এশিয়া কাপের দলে ডাকা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকেও।
টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৮ অক্টোবর থেকে। ফাইনাল মাঠে গড়াবে ২৭ অক্টোবর। ১৯ অক্টোবর বাংলাদেশ খেলবে হংকংয়ের সঙ্গে। ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল- আকবর আলি (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিক, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
রিজার্ভ-জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ।