Image

প্রথম ওয়ানডেতে মাত্র ১৪৭ রানে অলআউট নিউজিল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্রথম ওয়ানডেতে মাত্র ১৪৭ রানে অলআউট নিউজিল্যান্ড

প্রথম ওয়ানডেতে মাত্র ১৪৭ রানে অলআউট নিউজিল্যান্ড

প্রথম ওয়ানডেতে মাত্র ১৪৭ রানে অলআউট নিউজিল্যান্ড

সিলেটে বাংলাদেশের শক্তিশালী বোলিং অ্যাটাকের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে বসেছে নিউজিল্যান্ড 'এ'। শুরুতেই শরিফুল-খালেদের পেস তোপে ভাঙে সফরকারীদের টপ অর্ডার। এরপর তানভীর ইসলাম স্পিন ঘূর্ণিতে কিউইদের অল্পতেই আটকে রাখার কাজটা সম্পন্ন করেন। ৫ ডাক নিয়ে ১৪৭ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। তবে ৮৫/৯ থেকে স্কোরবোর্ডে ১৪৭ রান এনে দেন ডিন ফক্সক্রফট, তার একারই রান ৭২। 

নিউজিল্যান্ড 'এ' দল মাত্র ৩৪.৩ ওভার খেলতেই অলআউট হয়ে যায় ১৪৭ রানে। তবে ১০০ রানের আগেই কিউইদের গুঁটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। ডিন ফক্সক্রফট একা হাতে লড়াই চালিয়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। তার ব্যাট থেকেই আসে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস। বল হাতে বাংলাদেশের ৩ পেসার মিলে নিয়েছেন মোট ৭ উইকেট, বাকি ৩টি তানভীর ইসলামের। সিরিজে এগিয়ে যেতে বাংলাদেশের সামনে ১৪৮ রানের সহজ টার্গেট। 

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নিয়ে মাত্র ১৩ রান করতেই নিউজিল্যান্ড হারিয়ে বসে টপ অর্ডারের ৪ ব্যাটারকে। টাইগার দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ পাল্লা দিয়ে শিকার করেন প্রতিপক্ষের উইকেট। কিউইদের টপ অর্ডারকে রীতিমতো ধ্বংসস্তূপ বানিয়ে দেন। দলীয় ৬ রানে ৩, ১৩ রানের মাথায় ৪র্থ উইকেট হারায় নিউজিল্যান্ড 'এ'।

কিউই ওপেনার ডেল ফিলিপসকে ডাক বানিয়ে প্যাভিলিয়নে ফেরান শরিফুল ইসলাম। তিনে নামা ম্যাট বয়েলও উইকেট হারান শূন্যে থেকে, তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খালেদ আহমেদ। এক বল পর খালেদ শিকার করেন আরও এক উইকেট। এবার তার শিকার মোহাম্মদ আব্বাস।

নিউজিল্যান্ড 'এ' দলের অধিনায়ক নিক কেলিকেও এদিন উইকেট হারাতে হয় শূন্য রানে থেকে। শরিফুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে কেলি হারান স্টাম্প। দলীয় ১৩ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে সফরকারীরা। এরপর অবশ্য তাদের স্কোরবোর্ডে রান আসতে থাকে টিকে যাওয়া ওপেনার রাইস মারিউর কল্যাণে। 

এরপর এবাদত হোসেন এসে জশ ক্লার্কসনকে ফিরিয়ে ভাঙেন ৩৫ রানের জুটি। রাইস মারিউ এরপর আর ইনিংস টেনে নিতে পারেননি বেশিদূর। তানভীর ইসলাম একে একে শিকার করেন নিউজিল্যান্ডের আরও ৩ উইকেট। তবে শেষ উইকেট জুটিতে ডিন ফক্সক্রফট দলের সংগ্রহ একশ ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান, দারুণভাবে সফলও হন। 

শেষ পর্যন্ত নিউজিল্যান্ড 'এ' দলের ইনিংস থামে ১৪৭ রানে। ৭২ রানের ইনিংস খেলে দলকে কিছুটা হলেও স্বস্তি এনে দেন ডিন ফক্সক্রফট। ৬৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ফক্সক্রফট সাজান তার ইনিংস। এবাদতের শিকার হতেই থামে নিউজিল্যান্ডের ইনিংস।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three