Image

ঘরের মাঠ অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ঘরের মাঠ অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

ঘরের মাঠ অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

ঘরের মাঠ অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

ঘরের মাঠে প্রথম টেস্টের পর এবার দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের স্বাদ পেয়েছে স্বাগতিকরা। এই ম্যাচ জিতে ২০ বছর পর শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। 

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিসের ৮৫, দিনেশ চান্দিমালের ৭৪ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ২৫৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা। বল হাতে ৩ টি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক, ম্যাথিউ কুনেম্যান এবং নাথান লায়ন।

অন্যদিকে প্রথম ইনিংসে ৪১৪ রানের পাহাড় সংগ্রহ করে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৭ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। সেঞ্চুরির দেখা পান দুই অজি ব্যাটার। এলেক্স ক্যারি খেলেন ১৫৬ এবং অধিনায়ক স্টিভ স্মিথ খেলেন ১৩১ রানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে ফাইফার পান প্রাবাথ জয়সুরিয়া। ৩ টি উইকেট শিকার করেন নিশান পেইরিশ।

বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও ভালো করতে পারেনি লঙ্কানরা, থামতে হয় ২৩১ রানে। আঞ্জেলো ম্যাথুস করেন ৭৬, কুশাল মেন্ডিস করেন ৫০ রান। অজিদের হয়ে ৪ টি করে উইকেট শিকার করেন কুনেম্যান ও লায়ন।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাড়ায় মাত্র ৭৫ রানের। মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় অজিরা। ম্যাচ সেরা নির্বাচিত হন এলেক্স ক্যারি, সিরিজ সেরা জন স্টিভ স্মিথ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three