Image

'আর্শদ্বীপের উইকেট নেওয়ার দক্ষতা বুমরাহর চেয়েও ভালো'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'আর্শদ্বীপের উইকেট নেওয়ার দক্ষতা বুমরাহর চেয়েও ভালো'

'আর্শদ্বীপের উইকেট নেওয়ার দক্ষতা বুমরাহর চেয়েও ভালো'

'আর্শদ্বীপের উইকেট নেওয়ার দক্ষতা বুমরাহর চেয়েও ভালো'

গত সপ্তাহে জেদ্দায় দুই দিনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মেগা নিলামে সবচেয়ে ব্যয়বহুল পেসার ছিলেন আর্শদ্বীপ সিং। আরটিএম কার্ড ব্যবহার করে সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে ছিনিয়ে নিয়ে ১৮ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।
 
ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া পাঞ্জাবের আর্শদ্বীপকে নেয়ার সিদ্ধান্তকে দুর্দান্ত পদক্ষেপ হিসাবে চিহ্নিত করেছেন। কারণ তার মতে,  টি-টোয়েন্টি ফরম্যাটে আর্শদ্বীপের উইকেট নেওয়ার ক্ষমতা জাসপ্রিত বুমরাহকেও ছাড়িয়ে গেছে।

বাঁ-হাতি এই পেসার গত কয়েক বছরে প্রতিপক্ষের ব্যাটারদের জন্য একটি প্রাণঘাতী অস্ত্রে পরিণত হয়েছে। এবং সম্প্রতি বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন আর্শদ্বীপ।

আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেন, "আর্শদ্বীপ একজন পাঞ্জাবি এবং তিনি পাঞ্জাবিদের সাথেই থাকবেন। এটি খুব ভালো। নতুন ও পুরানো বলে বুমরাহের পরে যদি কেউ ধারাবাহিকভাবে ভালো করতে সক্ষম হন তবে তিনি হলেন আর্শদ্বীপ। আসলে, তিনি উইকেট নেওয়ার দক্ষতার দিক থেকে টি-টোয়েন্টিতে বুমরাহকেও ছাড়িয়ে গেছেন।" 

চোপড়া পাঞ্জাবের তারকা লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালকে কেনার ও প্রশংসা করেছেন। চাহাল হল আইপিএলে এবং টি-টোয়েন্টিতে ভারতের পক্ষে সবচেয়ে বড় লেগ স্পিনারের নাম। তিনি ৩৪ বছর বয়সী চাহালকে ভারতের বর্তমান সেরা লেগ-স্পিনার হিসাবে চিহ্নিত করেছেন।

চাহালকে নিয়ে আকাশ চোপড়া বলেন, " চাহালের মূল্য ১৮ কোটি রুপি। সাধারণত স্পিনাররা এত টাকা পায় না। আমরা খুব খুশি কারণ সে ভারতের সেরা লেগ স্পিনার।"

আর্শদ্বীপ এবং চাহালের উপর মোটা খরচ করা সত্ত্বেও নিলামে পাঞ্জাবের সবচেয়ে বড় খেলোয়াড় শ্রেয়াস আইআর। শ্রেয়াসের জন্য তারা ২৬.৭৫ কোটি রুপি খরচ করেছে।

Details Bottom