Image

জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করে আফগানিস্তানের রেকর্ড গড়া জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করে আফগানিস্তানের রেকর্ড গড়া জয়

জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করে আফগানিস্তানের রেকর্ড গড়া জয়

জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করে আফগানিস্তানের রেকর্ড গড়া জয়

জিম্বাবুয়েকে ২৩২ রানে হারিয়ে ওয়ানডে ফরম্যাটে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে আফগানিস্তান।  এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া ১৭৭ রানের জয়ই ছিল আফগানদের সর্বোচ্চ ব্যবধানে পাওয়া জয়। আফগানদের দেয়া ২৮৬ রানের জবাবে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। 

হারারে স্পোর্টস ক্লাসে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে মাত্র ৩৫ ওভারে ১৯১ রান তুলে ফেলে দুই আফগান ব্যাটার সেদিকুল্লাহ আতাল ও আব্দুল মালিক। নিউম্যানের বলে ৮৪ রানে ফেরেন মালিক। তার ইনিংসে ছিলো ১১ টি চার ও ১ টি ছক্কা।

আবারো নিউম্যানের আঘাতে এনগারাভার হাতে ক্যাচ দিয়ে ১২৮ বলে ১০৪ রানে আউট হন সেদিকুল্লাহ। তার ইনিংসে ছিলো ৮ টি চার ও ৪ টি ছক্কা। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ২৯ এবং মোহাম্মদ নবির ১৮ রানে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। 

জিম্বাবুয়ের হয়ে ৫৩ রান দিয়ে ৩ টি উইকেট শিকার করেন নিউম্যান।

লক্ষ্য তাড়া করতে নামার পর জিম্বাবুয়ের ব্যাটারদের উপর বল হাতে ঝড় তোলে আফগান বোলাররা। দলীয় ১১ রানে ৪ উইকেট হারানোর পর ৫ম উইকেটে ২৭ বলে ২১ রানের জুটি গড়েন শন উইলিয়ামস ও সিকান্দার রাজা।

১৬ রানে উইলিয়ামস আউট হলে ভাঙে এই জুটি। তারপর তাসের ঘরের মত ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। ১৭.৫ ওভারে মাত্র ৫৪ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত থাকেন সিকান্দার রাজা।

আফগানিস্তানের পক্ষে ৩ টি করে উইকেট পান আল্লাহ গাজানফার ও নাভিদ জাদরান। ২ টি পান ফজলহক ফারুকি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three